পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৩৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অর্পিত সম্পত্তি প্রত্যপণ আইন, ২০০১ ○○あ (খ) উক্ত ট্রাইব্যুনাল তৎকর্তৃক শুনানীর জন্য গৃহীত আবেদনসমূহের মধ্যে যে কোন আবেদন নিম্পত্তির জন্য অতিরিক্ত ট্রাইব্যুনালে স্থানান্তর করিতে পারিবে। (৩) ট্রাইব্যুনাল যে জেলার জন্য স্থাপিত হয় সেই জেলা সদরে এবং একাধিক জেলার জন্য স্থাপিত ট্রাইব্যুনাল সরকার কর্তৃক নির্ধারিত জেলা সদরে উহার কাজকর্ম পরিচালনা করিবে । (৪) জেলাজজ বা অতিরিক্ত জেলাজজ পর্যায়ের বিচার বিভাগীয় একজন কর্মকর্তা সমন্বয়ে ট্রাইব্যুনাল গঠিত হইবে এবং সরকার ট্রাইব্যুনাল বা অতিরিক্ত ট্রাইব্যুনালের বিচারককে ট্রাইব্যুনালের জন্য এককভাবে বা তাহার সাধারণ (৫) প্রয়োজনবোধে সরকার কোন ট্রাইব্যুনালের কাজকর্ম এককভাবে পরিচালনার জন্য ৬০ (ষাট) বৎসরের বেশী বয়স্ক নহেন এইরূপ অবসরপ্রাপ্ত কোন জেলাজজকেও চুক্তিভিত্তিতে নিয়ােগ করতে পারবে। ১১ ১৭। ট্রাইব্যুনাল- So - - (ক) ধারা ১০ এর অধীনে পেশকৃত আবেদন এই আইন অনুসারে নিম্পত্তি এবং এই আইনে প্রদত্ত অন্যান্য ক্ষমতা প্রয়োগ ব্যতীত অন্য কোন মামলা নিম্পত্তিত্ত বা অন্য কোন ক্ষমতা প্রয়োগ করিবে না; o (খ) কোন সম্পত্তি প্রত্যপণযোগ্য সম্পত্তির তালিকায় অন্তর্ভুক্ত না থাকিলে উক্ত সম্পত্তির বিষয়ে পেশকৃত আবেদন শুনানীর জন্য গ্রহণ করিবে না, বরং উহা সরাসরি নাকচ করিয়া দিবে; o * (গ) প্রত্যপণযোগ্য সম্পত্তির তালিকায় অন্তর্ভুক্ত কোন সম্পত্তির ব্যাপারে ধারা ১০ অনুসারে উক্ত ধারার উপ-ধারা (৮) তে উল্লিখিত প্রশ্নে বা উক্ত প্রশ্নে সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে উহার সহিত সরাসরি জড়িত প্রশ্নে সিদ্ধান্ত প্রদান করিবে; অন্য কোন প্রশ্নে বা বিষয়ে সিদ্ধান্ত প্রদান লিনা ആയ উক্ত তালিকায় অন্তর্ভুক্ত কোন সম্পত্তির ব্যাপারে একাধিক ব্যক্তি S- আবেদন করিলে এইরূপ আবেদন একযোগে শুনানী করিবে এবং o প্রয়োজনবোধে একটি রায়ের মাধ্যমে উহাদিগকে নিম্পত্তি করিতে Q পরিবে । SN e$ ১৮। (১) উপ-ধারা (২) এ উল্লিখিত ট্রাইব্যুনালের সিদ্ধান্তসমূহের বিরুদ্ধে শুধুমাত্র আপীল ট্রাইব্যুনালে আপীল দায়ের করা যাইবে; ট্রাইব্যুনালের অন্য কোন সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল ট্রাইব্যুনালে বা অন্য কোন আদালতে বা কর্তৃপক্ষের নিকট উক্ত সিদ্ধান্তের বৈধতা, যথার্থতা বা সঠিকতা সম্পর্কে কোন প্রশ্ন উত্থাপন 'S o so এখতিয়ার আপীল ট্রাইব্যুনালের