পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৩৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

CŞ অর্পিত সম্পত্তি প্রত্যপণ আইন, ২০০১ ○○> (২) আপীল ট্রাইব্যুনাল দেশের রাজধানীতে এবং একাধিক আপীল ট্রাইব্যুনাল গঠন করা হইলে এই সকল আপীল ট্রাইব্যুনাল সরকার নির্দেশিত স্থানে উহার কাজকর্ম পরিচালনা করিবে। (৩) সরকার, বাংলাদেশের প্রধান বিচারপতির সহিত পরামর্শক্রমে, সুপ্রকোর্টের বিচারক হওয়ার যোগ্য কোন ব্যক্তিকে বা সুপ্রীমকোর্টের কোন অবসরপ্রাপ্ত বিচারককে আপীল ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ করিবে: তবে শর্ত থাকে যে, উক্ত অবসরপ্রাপ্ত বিচারকের বয়স ৬৭ বৎসর পূর্ণ হইলে আপীল ট্রাইব্যুনালে তাহার নিয়োগের অবসান হইবে। ২০। (১) এই আইনের অধীনে দায়েরকৃত আপীলে উত্থাপিত তথ্যগত প্রশ্নে (question of fact) (FR GIẾT NG 2G (question of law) atstrī আপীল ট্রাইব্যুনালের এখতিয়ার N ট্রাইব্যুনাল উহার সিদ্ধান্ত প্রদানসহ আপীলকৃত সিদ্ধান্ত সম্পূর্ণ বা আংশিকভাবে রহিত করিতে বা ক্ষেত্রমত অনুমোদন (confirm) করিতে বা উহা সংশোধন করিতে পারিবেঃ o o তবে শর্ত থাকে যে, ধারা ১০(৮) এ উল্লিখিত বিষয় এবং ট্রাইব্যুনালের রায় বা সিদ্ধান্তের বৈধতা ও যথার্থতা ব্যতীত অন্য কোন বিষয়ে আপীল ট্রাইব্যুনাল সিদ্ধান্ত প্রদান করিবে না। o - o (২) আপীল নিস্পত্তির সুবিধার্থে আপীল ট্রাইব্যুনাল এমন অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করিতে পারিবে যাহা আপীলের বিষয়বস্তুর সহিত সরাসরি সম্পর্কযুক্ত এবং ད།། (৩) আপীল ট্রাইব্যুনাল কোন আপীলে উথাপিত প্রশ্ন পুনঃশুনানী বা পুনঃসিদ্ধান্তের জন্য ট্রাইব্যুনালে ফেরত (remand) দিবে না, বরং নথিভুক্ত আল নাহি জাতিক দল তবে শর্ত থাকে যে, ট্রাইব্যুনাল কোন আবেদন শুনানীর জন্য গ্রহণ না করিয়া সরাসরি নাকচ করিয়া থাকিলে এবং আপীল ট্রাইব্যুনাল উক্ত সিদ্ধান্ত তি কৰি আবেদনটির উপর নানীর জন্য আপীল ট্রাইব্যুনাল নির্দেশ দিতে পারিবে৷ o (৪) একই সম্পত্তির ব্যাপারে একাধিক আপীল দায়ের হইলে আপীল ট্রাইব্যুনাল একযোগে ঐ সকল আপীল শুনানী ও নিম্পত্তি করিবে এবং ং প্রয়ােজনবােধে একটি রায় দ্বারা উহাদিগকে নিস্পত্তি করতে পারবে। ২১। (১) আপীল ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে শুধুমাত্র সুনির্দিষ্ট আইনগত প্রশ্নে, সুপ্রীমকোর্টের আপীল বিভাগের অনুমতি নিয়া উক্ত বিভাগে আপীল করা যাইবে। আপীল ট্রাইব্যুনালের - আপীল