পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৩৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অর্পিত সম্পত্তি প্রত্যপণ আইন, ২০০১ ○とが○ কোন দেওয়ানী আদালত যে ক্ষমতা প্রয়োগ করিতে পারে ট্রাইব্যুনাল বা আপীল ট্রাইব্যুনাল সেই ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে। (৩) কোন আবেদন বা আপীল নিম্পত্তির জন্য যে কোন ব্যক্তিকে হাজির হওয়ার বা প্রয়োজনীয় কোন দলিল বা কাগজপত্র কোন ব্যক্তির নিয়ন্ত্রণ বা NQহেফাজতে থাকিলে উহা উপস্থাপনের জন্য ট্রাইব্যুনাল বা আপীল ট্রাইব্যুনাল উক্ত ് ব্যক্তিকে নির্দেশ দিতে পারিবে এবং উক্ত নির্দেশ পালনে উক্ত ব্যক্তি বাধ্য ് থাকিবেন। ON ২৫। এই আইনের অধীন কোন আবেদন বা আপীল নিম্পত্তির ব্যাপারে এই বিধানের অপর্যাপ্ততার আইন বা বিধিতে পর্যাপ্ত বিধান নাই বলিয়া মনে করিলে ট্রাইব্যুনাল বা আপীল : मूहद्वनाश विशछि निश्विक किया गरहिवे अतिबुिडिड उशत्र विवृतामङमा क्लबोर्डों বিচারের জন্য সহায়ক হয় এইরূপ যথাযথ পদ্ধতি অনুসরণ ও সিদ্ধান্ত প্রদান করিতে পারিবে । o & ২৬। (১) ধারা ১০ অনুযায়ী কোন প্রত্যপণযোগ্য সম্পত্তি প্রত্যুপণ বা অদাবীকৃত সম্পত্তি অবমুক্তি বা অধিগ্রহণকৃত সম্পত্তি বাবদ ক্ষতিপূরণের অর্থ প্রদানের জন্য "" ট্রাইব্যুনালের নিকট আবেদন না করা হইলে বা এই আইনের অধীনে উপস্থাপিত আবেদন বা আপীল নামঞ্জুর করা হইলে- ○。 (ক) উক্ত সম্পত্তি সরকারের খাস সম্পত্তি হইবে; এবং o (খ) ধারা ১০(১) এ উল্লিখিত আবেদনের সময়সীমা অতিবাহিত হওয়ার পর কোন ব্যক্তি উহাতে কোন স্বত্ব, স্বর্থ বা কোন অধিকার দাবী করিতে পারিবেন না। ১ ക (২) সরকার উক্ত খাস সম্পত্তি বিক্রয় বা অন্য কোনভাবে হস্তান্তর বা উহার বিবেচনামত যে কোনভাবে ব্যবহার বা নিম্পত্তি করিতে পারিবে। s (5) এইরূপ খাস সম্পত্তি বিক্রয় হস্তান্তর, ব্যবহার বা নিম্পত্তির উদ্দেশ্যে, ২৭। (১) ধারা ২৬ এর অধীনে সরকার কোন অদাবীকৃত অৰ্পিত সম্পত্তি অদাবীকৃত সম্পত্তি বিক্রয় বা স্থায়ী ইজারা প্রদান করিলে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে উক্ত সম্পত্তি ఫిషి ক্রয় বা স্থায়ী ইজারা গ্রহণের ক্ষেত্রে, উক্ত সম্পত্তি যে খতিয়ানভুক্ত (holding) অধিকার §ಣ್ಣೆ খতিয়ানে যিনি উত্তরাধিকার সূত্রে সহ-অংশীদার (Co-sharer), যদি থাকে, CŞ তিনি অগ্রাধিকার পাইবেন এবং এইরূপ সহ-অংশীদার না থাকিলে যিনি বিক্রয়ের অব্যবহিত পূর্বে একাদিক্রমে অন্ততঃ ১০ (দশ) বৎসর ধরিয়া ইজারাসূত্রে ভোগদখলরত ছিলেন তিনি অগ্রাধিকার পাইবেন।