পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৩৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\5XU)8 অর্পিত সম্পত্তি প্রত্যপণ আইন, ২০০১ (২) উপ-ধারা (১) এর অধীনে ক্রয়কৃত সম্পত্তি কৃষি জমি হইলে উহার Co Land Reforms Ordinance, 1984 (X of 1984) “R of প্রণীত বিধি প্রযোজ্য হইবে। অপিত সম্পত্তি বাবদ ২৮। এই আইন প্রবর্তনের পূর্বে অর্পিত সম্পত্তি হিসাবে তালিকাভুক্ত কোন ੰਵ সম্পত্তি উক্তরূপে তালিকাভুক্ত হওয়ার কারণে, বা অর্পিত সম্পত্তি আইন বা এই আইনের অধীনে প্রত্যুপণ বা অবমুক্তি বা নিস্পত্তি বা তৎসম্পর্কে অন্য কোন ব্যবস্থা গ্রহণের কারণে, কোন ব্যক্তি উক্ত সম্পত্তি বাবদ কোন ক্ষতিপূরণ, বা উক্ত সম্পত্তি হইতে সরকার কর্তৃক প্রাপ্ত কোন আয় বা সুবিধা, বা সরকার কর্তৃক উক্ত সম্পত্তির নিস্পত্তি বা সরকার প্রদত্ত ইজারা বা অনুমতিসূত্রে কোন ব্যক্তি কর্তৃক উহা হইতে প্রাপ্ত আয় বা সুবিধা বাবদ কোন ক্ষতিপূরণ বা অনুরূপ কোন দাবী করিতে পরিবেন না; এবং কোন আদালত বা কর্তৃপক্ষের নিকট এইরূপ দাবী কাহল উক্ত আদালত বা কর্তৃপক্ষ উক্ত নাৰী সাকিবরিয়া দিবে। সরল বিশ্বাসে কৃত ২৯। অর্পিত সম্পত্তি আইন বা এই আইন বা বিধির অধীনে সরল বিশ্বাসে

    • কৃত কোন কাজের ফলে কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইলে বা তাহার ক্ষতিগ্রস্ত হইবার সম্ভাবনা থাকিলে, তজ্জন্য সরকার বা ট্রাইব্যুনাল বা আপীল ট্রাইব্যুনাল বা এইসব ট্রাইব্যুনালের কোন বিচারক বা সরকারের কোন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে কোন দেওয়ানী বা ফৌজদারী বা অন্য কোন আইনগত কার্যধারা দায়ের করা যাইবে না। o

বিধি প্রণয়নের ৩০। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন ক্ষমতা বাঞ্চিারিত পরি। বিচারিক কার্যক্রম ৩১। (১) এই আইনের অধীনে ট্রাইব্যুনাল ও আপীল ট্রাইব্যুনালে কার্যক্রম Penal Code (XLV of 1860) EI section 228 a EffI5 fīEfFF কার্যক্রম (Judicial Proceeding) & Code of Criminal Procedure, 1898 (Act V of 1898) is section 480.co ūfīfore Civil Court of o কার্যক্রম বলিয়া গণ্য হইবে। - དག་པར་ཀ་ཐཐུབ་ ৩২। কোন ব্যক্তি§ (ক) ট্রাইব্যুনাল বা আপীল ট্রাইব্যুনালের সম্মুখে ইচ্ছাকৃতভাবে মিথ্যা § আবেদন বা আপীল করিলে, বা লিখিত বা মৌখিকভাবে মিথ্যা সাক্ষ্য sN দিলে বা নিজের সঠিক পরিচয় গোপন করতঃ অন্য ব্যক্তির পরিচয়ে So আবেদন বা বক্তব্য পেশ বা সাক্ষ্য প্রদান বা কোন দাবী উপস্থাপন করিলে; (খ) ইচ্ছাকৃতভাবে ট্রাইব্যুনাল বা আপীল ট্রাইব্যুনালে কোন জাল বা মিথ্যা দলিল উপস্থাপন করিলে; বা NQ- - ്