পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৩৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԾԳՏ বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ ২০০১ সনের ১৮ নং আইন è [لاএপ্রিল, Soo والا] বাংলাদেশে টেলিযোগাযোগ ব্যবস্থা এবং টেলিযোগাযোগ সেবার উন্নয়ন ও ് দক্ষ নিয়ন্ত্রণের নিমিত্তে একটি স্বাধীন কমিশন প্রতিষ্ঠা এবং আনুষংগিক SS বিষয়াদি সম্পর্কে বিধানকল্পে প্রণীত আইন। ് যেহেতু বাংলাদেশে টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও দক্ষ নিয়ন্ত্রণ এবং o টেলিযোগাযোগ সেবা নিয়ন্ত্রণের নিমিত্তে একটি স্বাধীন কমিশন প্রতিষ্ঠা, ডাক ও & টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ক্ষমতা, কার্যাবলী ও দায়িত্ব কমিশনের নিকট - হস্তান্তর এবং আনুষংগিক বিষয়াদি সম্পর্কে বিধান করা সমীচীন; ് সেহেতু এতদ্বদ্বারা নিম্নরূপ আইন করা হইল: CŞ Q ১। (১) এই আইন বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ নামে সংক্ষিপ্ত শিরোনামা ও অভিহিত হইবে। & প্রবর্তন (২) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে ইহা কার্যকর হইবে।” - ് ২। বিষয় বা প্রসঙ্গের প্রয়োজন ভিন্নরূপ না হইলে, এই আইনে,- সংজ্ঞা o (১) "গ্ৰহী পক্ষ” অর্থ বাংলাদেশে টেলিযোগাযোগ উন্নয়ন বা ২১ টেলিযোগাযোগ ব্যবস্থা স্থাপন বা পরিচালনা বা টেলিযোগাযোগ সেবা প্রদানের লাইসেন্সের জন্য আবেদনকারী বা লাইসেন্সের আওতায় গৃহীতব্য অন্য কোন কর্মকাণ্ড সম্পর্কে আগ্রহী কোন ব্যক্তি; § eS (২) “আন্তঃসংযোগ (Interconnection)" অর্থ একাধিক o টেলিযোগাযোগ নেটওয়ার্কের দৃশ্য (physical) বা অদৃশ্য বা O যৌক্তিক (logical) সংযোগ যাহার ফলে এইরূপ একটি নেটওয়ার্ক Q ব্যবহারকারীগণ তাহাদের নিজেদের মধ্যে বা অন্য কোন নেটওয়ার্ক ব্যবহারকারীগণের সহিত যোগাযোগ করিতে বা উক্ত অন্য নেটওয়ার্কের সেবা পাওয়ার সুযোগ লাভ করিতে পারে;