পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৪০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\లిఫిషి বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ (জ) এমন একটি টেলিযোগাযোগ ফোরামের ব্যবস্থা করা যেখানে মন্ত্রণালয়, সরকার, কমিশন, পরিচালনাকারীগণ, গ্রাহকগণ এবং অন্যান্য আগ্রহী পক্ষ মিলিত হইয়া সাধারণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করিতে পারে; (ঝ) টেলিযোগাযোগের ক্ষেত্রে অনুসরণীয় নীতি, প্রশিক্ষণ, মান এবং পদ্ধতি সম্পর্কে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন এবং অন্যান্য ১০ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণের০ ব্যাপারে সমন্বয় সাধন; o (48) জর কি এই আইল অল দলিত সন্স আঁনে বা যোগাযোগ নিস্পত্তি এবং উহার সিদ্ধান্তের বাস্তবায়ন তুরান্বিত করা।

ം് সরকারের ক্ষমতা ৩৪। এই আইনের আওতায় সরকার- s

(ক) আন্তর্জাতিক নিয়মাবলী অনুসারে বা কেন আন্তর্জাতিক চুক্তির আওতায় টেলিযোগাযোগ বিষয়ে সরকারের অধিকার বা দায়-দায়িত্ব বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় যে কোন ব্যবস্থা গ্রহণ করিতে পারে; (খ) সময় সময় টেলিযোগাযোগ সংক্রান্ত যে কোন বিষয় বিবেচনা ও তৎসম্পর্কে সুপারিশের জন্য কমিশনের নিকট প্রেরণ করিতে পারে; o (গ) উহার বিবেচনামত যে কোন যথাযথ বিষয়ে কমিশনের পরামর্শ গ্রহণ করিতে পারে; o (ঘ) টেলিযোগাযোগ, বেতার যোগাযোগ এবং সম্প্রচারের কারিগরী কোন বিষয়, যাহা উক্তরূপে যোগাযোগের সহিত সম্পর্কিত, এর উপর ১১ গবেষণার উদ্যোগ গ্রহণ করিতে বা অর্থ যোগান দিতে বা উহাতে o সহায়তা করিতে পারে; - O (ঙ) আন্তর্জাতিক ও আঞ্চলিক টেলিযোগাযোগ সংস্থার সম্মেলন বা সভায় & বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য কমিশনকে নির্দেশ দিতে so পারেন। - . ." -് खेन s" e () () এর বিধান সাপেক্ষে কোন ব্যক্তি লাইসেন্স য়োজনীয় (ক) বাংলাদেশে টেলিযোগাযোগ ব্যবস্থা স্থাপন, পরিচালনা বা উক্ত ব্যবস্থার কোন স্থাপনা নির্মাণ করিবেন না;