পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৪০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○あ8 বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ (চ) রাষ্ট্রীয় কাজে নিয়োজিত কোন যুদ্ধ জাহাজ বা সামরিক বিমানসহ অন্যান্য যানবাহনে ব্যবহৃত বা স্থাপিত টেলিযোগাযোগ ব্যবস্থা। লাইসেন্স ইসুকরণে ৩৬। (১) ধারা ৩৫ (১) এর দফা (ক) হইতে (গ) তে উল্লিখিত

  • কার্যাবলীর জন্য লাইসেন্স প্রদানের একক এখতিয়ার থাকিবে কমিশনের; এবং -

এইরূপ লাইসেন্সের জন্য কমিশনের নিকট আবেদন করিতে হইবে। ه ۰۹۹ - st (২) কমিশন উপ-ধারা (১) এর অধীন দাখিলকৃত আবেদন, এই ཨ་རྩེའི་་ অনুসারে, মঞ্জুর বা নামঞ্জুর করিতে পারে; এইরূপ আবেদন সম্পর্কে সিদ্ধান্ত - ক্ষেত্রে কমিশন, অন্যান্য বিষয়ের মধ্যে, নিম্নবর্ণিত বিষয়গুলি বিবেচনা করিবে:- . -- o (ক) আবেদনকারী উপ-ধারা (৩) এ বর্ণিত করলে অযোগ্য কিনা (খ) আবেদনকৃত কার্যাবলী পরিচালনার জন্য তাহার প্রয়োজনীয় আর্থিক সংগতি আছে কি না, এবং প্রয়োজনীয় স্থাপনা নির্মাণের স্থান এবং দক্ষ জনবল প্রাপ্তির সম্ভাবনা আছে কি না; o (গ) আবেদনকৃত লাইসেন্স ইস্যকরণ এই আইনের ২৯ ধারায় বর্ণিত কমিশনের সাধারণ উদেশের সহিত কতটুকু সংগতিপূর্ণ হইবে: (ঘ) আবেদনকৃত লাইসেন্স ইসু করা হইলে উহার দ্বারা অনুমোদিত কর্মকাণ্ড এবং শর্তাবলী বিদ্যমান লাইসেন্সধারীগণের তুলনায় বৈষম্যমূলক হইবে কি না এবং উহার ফলে প্রতিযোগিতামূলক পস্থিতির বিঘ্ন ঘটবে কিনা (ঙ) আবেদনকৃত লাইসেন্স ইস্যকরণ জনস্বার্থ রক্ষার জন্য কতটুকু ৯ সহায়ক হবে। & (৩) কোন আবেদনকারী লাইসেন্স প্রাপ্তির জন্য অযোগ্য হইবেন, যদিട്ട് (ক) তিনি একক ব্যক্তি (individual) হন এবং . സ് o (অ) বিকৃত মস্তিষ্ক হন; Q (আ) আদালত কর্তৃক এই আইন ব্যতীত অন্য কোন আইনের § অধীন দুই বৎসর বা তদূধর্ব মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হন § এবং উক্ত দণ্ড হইতে মুক্তি লাভের পর ৫ (পাঁচ) বৎসর § অতিক্রান্ত না হইয়া থাকে; (ই) এই আইনের অধীনে যে কোন অপরাধ সংঘটনের দায়ে দণ্ডিত হইয়া থাকেন এবং উক্ত দণ্ড হইতে মুক্তি লাভের পর ৫ (পাঁচ) বৎসর অতিক্রান্ত না হইয়া থাকে;