পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৪১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8○8 বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, このの) (গ) লাইসেন্সে নির্দিষ্টকৃত সময়সীমার মধ্যে উহাতে উল্লেখিত সেবা প্রদান শুরু করিতে ব্যর্থ হইয়াছেন; বা (ঘ) এই আইন বা তদধীন প্রণীত প্রবিধানের কোন বিধান বা লাইসেন্সের কোন শর্ত ভংগ করিয়াছেন। (২) কমিশন প্রস্তাবিত স্থগিতকরণ বা বাতিলকরণের কারণ উল্লেখপূর্বক இ. তৎসম্পর্কে লাইসেন্সধারীর লিখিত বক্তব্য, (যদি থাকে), ৩০ (ত্রিশ) :ি মধ্যে উপস্থাপনের নির্দেশ সম্বলিত একটি লিখিত নোটিশ দিবে। & (৩) উপ-ধারা (২) এর অধীন নোটিশের পরিপ্রেক্ষিতে লাইসেন্সধারীর কোনলিখিত বক্তব্য (যদি থাকে) বিবেচনার পর কমিশন কোন শর্ত বাতিরেকে বা শর্ত - S. (ক) প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিতে পারে; (খ) লাইসেন্সটি বাতিল করিতে পারে; ് (গ) নির্দিষ্ট মেয়াদের জন্য স্থগিত করিতে পারে এবং প্রয়ােজনীয় সংশোধনমূলক বরস্থ হলর নির্দেশ দিতে পারে (ঘ) অনধিক ৩ (তিন) লক্ষ টাকা প্রশাসনিক জরিমানা প্রদানের জন্য এবং যথাযথ ক্ষেত্রে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের জন্য লাইসেন্সধারীকে নির্দেশ দিতে পারে অথবা (ঙ) দফা (গ) এবং (ঘ) তে উল্লেখিত উভয় প্রকার ব্যবস্থা নিতে পারে। -N (৪) উপ-ধারা (৩) এর অধীনে গৃহীত ব্যবস্থার কারণে কোন প্রকার ক্ষতির জন্য লাইসেন্সধারী কোন ক্ষতিপূরণের দাবী কোন আদালতে বা কোন কর্তৃপক্ষের নিকট উত্থাপন করিতে পারবেন না, এবং এইরূপ উথাপিত হইলেও কোন উক্ত আদালত বা কর্তৃপক্ষ তাহা সরাসরি নাকচ করিয়া দিবে। o আন্তঃসংযোগ । 8૧ () এই আইন এবং প্রবিধানের বিধান সাপেক্ষে, একজন (iaoxie পরিচালনাকারী তাহার টেলিযোগাযোগ নেটওয়ার্কের সহিত অপর একজন ত্ৰ লাইসেন্সধারীর টেলিযোগাযোগ নেটওয়ার্কের আন্তঃসংযোগ স্থাপন করিতে o পারিবেন। o (২) কমিশন কর্তৃক নির্দিষ্টকৃত কোন ভৌগোলিক এলাকায় বিদ্যমান o গ্রাহকগণের ২৫% এর অধিক একাধিক পরিচালনাকারীর নেটওয়ার্কভুক্ত হইলে o তাহারা আন্তঃসংযোগ এবং উক্ত আন্তঃসংযোগ ব্যবহারের সুযোগ প্রদানের e$ ব্যাপারে নিম্নবর্ণিত বাধ্যবাধকতা পালন করিবেন: (ক) উক্ত পরিচালনাকারীগণের মধ্যে নূতন পরিচালনাকারী যে তারিখে প্রথম টেলিযোগাযোগ সেবা প্রদান শুরু করেন সেই তারিখ হইতে অনধিক ৩ (তিন) মাসের মধ্যে আন্তঃসংযোগ চুক্তি সম্পাদন করিতে হইবে: