পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৪১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ (*) (*) ৪৯। (১) ট্যারিফ অনুমোদন বা নির্ধারণের ক্ষেত্রে কমিশন নিম্নবর্ণিত কমিশন সাধারণ নীতিমালা অনুসরণ করিবে: (ক) ট্যারিফ হইবে ন্যায্য ও যুক্তিসংগত; (খ) একটি নির্দিষ্ট সেবা প্রদানকার বিভিন্ন ব্যক্তি বা উক্ত সেবার বিভিন্ন (*) (ঘ) o o উক্ত ৬০ (ষাট) দিনের মধ্যে পেশকৃত ট্যারিফ নামঞ্জুর করিবে এবং উহা নামঞ্জুর করার পরবর্তী ১৫ দিনের মধ্যে কারণ উল্লেখপূর্বক উক্ত সিদ্ধান্ত জানাইয়া দিবে; অথবা দফা (ক) বা (খ) এর অধীনে কোন সিদ্ধান্ত গ্রহণ না করিলে উহার কারণ উক্ত ৬০ (ষাট) দিনের মধ্যে বা উহার পরবর্তী ১৫ দিনের মধ্যে জনসমক্ষে প্রকাশ করিবে এবং কত দিনের মধ্যে উক্ত সিদ্ধান্ত গ্রহণে কমিশন ইচ্ছুক তাহাও সুনির্দিষ্টভাবে ব্যক্ত করিবে, তবে এই বিলম্ব ৬০ (ষাট) দিনের বেশী হওয়া চলিবে না। গ্রাহকের ক্ষেত্রে সংশ্লিষ্ট চার্জ সমভাবে প্রযোজ্য হইবে: & o -- যদি কোন পরিচালনকারী এমন একাধিক সেবা প্রদান করেন যে, একটি সেবা প্রদানের ক্ষেত্রে বাজারে প্রতিযোগিতা আছে কিন্তু অপর একটি সেবার ক্ষেত্রে প্রতিযোগিতা নাই, তাহা হইলে

(অ) প্রতিযে গতাবিহীন সেবার অ ३ হইতে প্রতিযোগিতামূলক সেবার জন্য কোন ভর্তুকি প্রদান করা যাইবে না; o (আ) এই আইন প্রবর্তনের সময় বিদ্যমান প্রতিযোগিতাবিহীন সেবার ক্ষেত্রে উহার আয় হইতে এইরূপ, ভর্তুকির ব্যবস্থা থাকিলে, উক্ত ভর্তুকি কমিশন কর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যে এবং তৎকর্তৃক নির্ধারিত ক্রমবর্ধমান হারে (progressively) তুলিয়া দিতে হইবে: কোন সেবার ট্যারিফ বা উক্ত সেবার জন্য প্রদেয় কোন চার্জের ব্যাপারে কোন ব্যক্তি বা গোষ্ঠী বা শ্রেণীকে অন্যায়ভাবে বা অযৌক্তিকভাবে বৈষম্য বা আনুকূল্য প্রদর্শন বা অসুবিধাজনক পরিস্থিতির শিকার করা হইবে না। (২) কোন ট্যারিফ ন্যায্য ও যুক্তিসংগত কিনা তাহা নির্ধারণের জন্য কমিশন যে কোন স্পষ্ট ও যুক্তিসংগত পদ্ধতি অবলম্বন করিতে পারে, এবং এইরূপ পদ্ধতি কোন পরিচালনাকারীর সংশ্লিষ্ট রিটানভিত্তিক বা অন্যবিধ ২তথ্যভিত্তিক হইতে পারে। CŞ (৩) কোন পরিচালনাকারীর প্রদত্ত সেবার ক্ষেত্রে কমিশন যদি এইরূপ অভিমত পোষণ করে যে (ক) উক্ত পরিচালনাকারীর কোন অধীনস্থ সহযোগীর কোন কাজকর্ম উক্ত সেবা প্রদান কাজকর্মের অবিচ্ছেদ্য অংশ; এবং 8○a NQ് No N ·o