পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৪২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8>8 বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ (খ) প্রবিধান দ্বারা সংশ্লিষ্ট কারিগরী গ্রহণযোগ্যতা সনদ ইসু, নবায়ন, স্থগিতকরণ ও বাতিলকরণের পদ্ধতি ও আনুষংগিক অন্যান্য বিষয়াদি নির্ধারণ করিবে এবং এইরূপ প্রবিধান প্রণীত না হওয়া পর্যন্ত প্রশাসনিক আদেশ দ্বারা সংশ্লিষ্ট বিষয়াদি নির্ধারণ করিবে। (৫) এই ধারার অধীনে ইসুকৃত কারিগরী গ্রহণযোগ্যতা সনদ উহাতে 。 উল্লেখিত মেয়াদ পর্যন্ত বহাল থাকিবে এবং মেয়াদান্তে উহা কমিশন কর্তৃক ত্ৰৈ নবায়নযোগ্য হইবে। ‘No. ON (৬) কারিগরী গ্রহণযোগ্যতা সনদ ইসু্যকরণ, নবায়ন, বাতিলকরণ ও স্থগিতকরণের পদ্ধতি, সংশ্লিষ্ট ফিস প্রবিধান দ্বারা বা প্রবিধান প্রণীত না হওয়া পর্যন্ত কমিশনের প্রশাসনিক আদেশ দ্বারা নির্ধারিত হইবে। ১১ వ్రై ৫৮। বাংলাদেশ পক্ষভুক্ত হইয়াছে এইরূপ আন্তর্জাতিক চুক্তির বিধান f"° সাপেক্ষে, বাংলাদেশের ভূখণ্ডে, আঞ্চলিক সমুদ্রসীমায় (Territorial Waters) এবং উক্ত ভূখণ্ড ও সমুদ্রসীমার উপরস্থ আকাশে সকল প্রকার তড়িৎ-চুম্বকীয় শক্তির নির্গমন (emission) পরিবীক্ষণ ও উহার ক্ষতিকর প্রভাব নিয়ন্ত্রণ করিবে এবং এঙ্গল যে নেভি বা প্রতিষ্ঠানকে প্রয়ােজনীয় নির্দেশ দিতে পারিবে । গ্রাহকদের অভিযোগ (h) | (S) এই আইনের অধীন টেলিযোগাযোগ সেবা বা সংশ্লিষ্ট বিষয়ে সংক্রান্ত বিধান গ্রাহকগণের অসুবিধা বা অভিযোগ সম্পর্কে অবহিত হওয়ার জন্য প্রত্যেক সেবা প্রদানকারীর প্রয়োজনীয় সংখ্যক অভিযোগ কেন্দ্রের ব্যবস্থা করিবে এবং এই সব কেন্দ্রের অবস্থান ও উহার সহিত যোগাযোগ সম্পর্কিত তথ্যাদিসহ সময় সময় বিজ্ঞপ্তি প্রচার করবেন। o (২) যে কোন গ্রাহক তাহার অসুবিধা বা অভিযোগ উক্ত কেন্দ্রে টেলিফোন Q বার্তার মাধ্যমে বা লিখিতভাবে পেশ করিতে পারবেন। o (৩) গ্রাহকগণের নিকট হইতে প্রাপ্ত সকল অভিযোগ এবং উহা নিস্পত্তি o সংক্রান্ত তথ্য উক্ত কেন্দ্রে একটি রেজিষ্ট্রিতে লিপিবদ্ধ করিতে হইবে। So (৪) গ্রাহকগণের অসুবিধা সংক্রান্ত কোন তথ্য বা অভিযোগ প্রাপ্তির পর সেবা প্রদানকারী উহা অবিলম্বে নিম্পত্তি করিবে এবং এই ব্যাপারে কমিশন কর্তৃক প্রণীত কার্য পদ্ধতি (code of practice) অনুসরণ করবে।