পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৪৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8২৬ বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ অপুরাধ আমলে লওয়া ৭৭। (১) ফৌজদারী কার্যবিধিতে যাহা কিছুই থাকুক না কেন, সেশন ಘೀ (দায়রা) আদালতের নিম্নতর কোন আদালত এই আইন বা প্রবিধানের অধীন দণ্ডনীয় কোন অপরাধের বিচার (trial) করিবে না। (২) শুধুমাত্র ১ম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট বা মেট্রোপলিটান ম্যাজিষ্ট্রেট বা তদূৰ্ব্ব NQআদালত, পরিদর্শক বা কমিশনের নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোন ് কর্মকর্তার লিখিত রিপোটের ভিত্তিতে এই আইনের অধীন কোন অপরাধ৯ আমলে লইতে পারিবেন। SS o ব্যাখ্যা।- উক্ত ম্যাজিষ্ট্রেট কোন ব্যক্তিকে বিচারের জন্য সেশন আদালতে সোপর্দ না করা সত্ত্বেও, সেশন আদালত, উক্ত রিপোর্ট বা তৎসংক্রান্ত তথ্যাদির ভিত্তিতে উক্ত ব্যক্তি কর্তৃক সংঘটিত বলিয়া আপাতঃদৃষ্টি বিবেচনা করা যায় এমন অপরাধ আমলে লইতে পারিবে । o o (৩) উক্ত আদালত কোন অপরাধ আমলে লইলে অভিযুক্ত ব্যক্তিকে আদালতে হাজির করার উদ্দেশ্যে সমন বা গ্রেফতারী পরোয়ানা জারীসহ প্রয়োজনীয় সকল ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে। অভিযোগ দায়ের ও ৭৮। (১) এই আইনে বা প্রবিধানে বর্ণিত কোন অপরাধের তদন্ত তদন্ত পদ্ধতি কবির জন্য কমিশন প্রদর্শক বা অন্য কোন কর্মকর্তকে ক্ষমতা প্রদান করিতে পারিবে । SS (S) পদক বা উক্ত কৰ্ত অজগর তদন্তকী কর্মকর্ড বলা উল্লেখিত, কোন ব্যক্তির লিখিত অভিযোগ বা অন্য যে কোন তথ্যের পক্তে এইখা নকলাল কতিপলে৷ (৩) কোন অপরাধের আনুষ্ঠানিক তদন্ত শুরু করার পূর্বে, তদন্তকারী কর্মকর্তা উক্ত অপরাধ সম্পর্কে একটি প্রাথমিক রিপোর্ট কমিশন কর্তৃক তে এতদুদ্দেশ্যে নির্ধারিত কর্মকর্তার নিকট পেশ করবেন এবং দ্বিতীয়োক্ত কর্মকর্তা N সংশ্লিষ্ট ঘটনা ও পরিস্থিতি বিবেচনাক্রমে, ৭ (সাত) দিনের মধ্যে সিদ্ধান্ত প্রদান Q - করিবেন যে, বিষয়টি সম্পর্কে আনুষ্ঠানিক তদন্ত শুরু করা অথবা এই আইন বা o প্রবিধান অনুসারে অন্য কোন ব্যবস্থা গ্রহণ করা বা আদৌ কোন ব্যবস্থা গ্রহণ না o করা সমীচীন কি না এবং তদনুসারে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হইবে। -so (৪) উপ-ধারা (২) অনুসারে আনুষ্ঠানিক তদন্তের সিদ্ধান্ত গৃহীত হইলে উক্ত তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক রিপোর্টের একটি অনুলিপি সংশ্লিষ্ট থানায় পেশ করিবেন এবং উহা অপরাধ সম্পর্কিত একটি তথ্য হিসাবে থানায় লিপিবদ্ধ করা হইবে।