পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ আইন, ২০০০ 8や ১৮। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে কর্তৃপক্ষ, সরকারের ঋণ গ্রহণের ক্ষমতা পূর্বানুমোদনক্রমে, বাণিজ্যিক ব্যাংক বা সরকার কর্তৃক অনুমোদিত যে কোন আর্থিক প্রতিষ্ঠান বা বিদেশী সংস্থা হইতে ঋণ গ্রহণ করিতে পারিবে। ব্যাখ্যা।- আর্থিক প্রতিষ্ঠান বলিতে আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ (১৯৯৩ NONসনের ২৭ নং আইন) এর ধারা ২(খ) তে সংজ্ঞায়িত আর্থিক প্রতিষ্ঠানকে o Q, বুঝাইবে। ് ১৯। (১) প্রতি অর্থ বৎসর শেষ হইবার পরবর্তী তিন মাসের মধ্যে কর্তৃপক্ষ প্রতিবেদন ইতাদিত তৎকর্তৃক উক্ত অর্থ বৎসরে সম্পাদিত কার্যাবলীর বিবরণ সম্বলিত একটি বার্ষিক ാ প্রতিবেদন সরকারের নিকট পেশ করিবে । <o (২) সরকার প্রয়ােজনমত কর্তৃপক্ষের নিকট হইতে উহার কর্মকভ বা ২৩ ব্যবস্থাপনা সংক্রান্ত কোন তথ্য, পরিসংখ্যান, হিসাব-নিকাশ, টেন্ডার ডকুমেন্ট, - দলিল-দস্তাবেজ বা অন্য কিছু তলব করিতে পারবে এবং কর্তৃপক্ষ উহা সরকারের নিকট প্রেরণ করিতে বাধ্য থাকিবে। o (৩) সরকার যে কোন সময় কর্তৃপক্ষের কর্মকান্ড অথবা যে কোন প্রকার ૨૦ | (১) কর্তৃপক্ষের কালী সম্পাদন জল কোন জমি প্রয়ােজন জমি হুকুমদখল বা হইলে উহা জনস্বার্থে প্রয়োজনীয় বলিয়া বিবেচিত হইবে এবং এতদুদ্দেশ্যে উহা শিল ইত্যাদি Acquisition and Requisition of Immovable Property Ordinance, 1982 (Ordinance II of 1982) এর বিধান মোতাবেক হুকুমদখল বা অধিগ্রহণ করা যাইবে। >

  • o

(২) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে কর্তৃপক্ষ কোন জমি ক্রয়, লীজ, বিনিময় বা অন্য কোন উপায়ে অর্জন করিতে পরিবে এবং কর্তৃপক্ষ উহার কোন সম্পজিলাৰুলে তিনি। • Co২১। কর্তৃপক্ষের কার্যাবলী সম্পাদনের প্রয়োজনে চেয়ারম্যানের নিকট প্রবেশ ও পরিদর্শন হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের কোন কর্মকর্তা অনুনি বাহাত্তর ঘন্টার নােটিশ প্রদান করিয়া যে কোন স্থান, ঘরবাড়ী বা অংগনে সুর্যোদয়ের পর ও সূর্যাস্তের পূর্বে যে কোন সময় প্রবেশ করিতে এবং এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে যে কোন কার্যক্রম পরিচালনা করিতে পরিবেন। -് ২২। কোন ব্যক্তির নিকট হইতে কর্তৃপক্ষের পাওনা সরকারী দাবী হিসাবে কর্তৃপক্ষের পাওনা Public Demands Recovery Act, 1913 (Ben. Act III of 1913) of বিধানানুসারে আদায়যোগ্য হইবে।