পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৪৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড আইন, ২০০১ 88S) (ত) পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, পদাধিকারবলে; (থ) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি, পদাধিকারবলে; (দ) বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি, পদাধিকারবলে; (ধ) ঢাকা চেম্বার অব কমার্সের সভাপতি, পদাধিকারবলে; (ন) টঙ্গী পৌরসভার চেয়ারম্যান, পদাধিকারবলে; (প) সাভার পৌরসভার চেয়ারম্যান, পদাধিকারবলে; (ফ) নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান, পদাধিকারবলে; & (ব) বোর্ডের নির্বাহী পরিচালক, যিনি উহার সচিবও হইবেন। S. o ۶یر ৭। বোর্ডের লক্ষ্য ও উদ্দেশ্য হইবে নিম্নরূপ, যথা:- ぶ。 (ক) ঢাকার জন্য একটি নিরাপদ-সমন্বিত যানবাহন ও পরিবহন ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ প্রদান এবং এতদুদ্দেশ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা: ○○ (খ) স্ট্রাকচার প্লান মোতাবেক ঢাকার সার্বিক উন্নয়নের নীতি-কৌশলের সংগে যানবাহন, পরিবহন ও এতদসম্পর্কিত অবকাঠামোর উন্নয়ন পরিকল্পনার সমন্বয় করা: so (গ) ঢাকার যানবাহন ও পরিবহন সেক্টরে কৌশলগত পরিকল্পনা এবং আত্মকর্তৃপক্ষ স্থতি ওসময়কর। ৮। বোর্ডের কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা: (ক) সরকারী ও বে-সরকারী পরিবহন ব্যবস্থার সুস্পষ্ট দিক নির্দেশনাসহ - দ্রুত পরিবহনসেবাচিত করার জন্য পরিবহন নীতিমালা প্রণয়ন: . സ് খে সংশ্লিষ্ট ভিন্ন কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত চাকর যানবাহন ও পরিবহন © ব্যবস্থার সমন্বয়; সট্রাকচার প্লান ও তৎসংক্রান্ত সমীক্ষা বিবেচনাক্রমে ঢাকার পরিবহন, & Co eS যানবাহন, রাস্তার পার্শ্ববর্তী স্থানের ব্যবস্থাপনা এবং পার্কিং নীতি o প্রণয়ন; O (ঘ) রাস্তায় পথচারীদের নিরাপত্তা সংক্রান্ত নীতিমালা এবং উহা বাস্তবায়নের ক্ষেত্রে সমম্বয়; (ঙ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন যানবাহন ও পরিবহন প্রকল্পের সমন্বয় সাধন ও মনিটরিং; বোর্ডের কার্যাবলী