পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৪৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

888 ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড আইন, ২০০১ (চ) উন্নত পরিবহন সেবা সংক্রান্ত নীতিমালা ও দিক নির্দেশনা প্রণয়ন; (ছ) সকল প্রকার পাবলিক পরিবহন নিয়ন্ত্রণের নীতিমালা প্রণয়ন এবং উক্ত নীতিমালা বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশাবলী তৈরী; (জ) যানবাহন ও পরিবহন প্রকল্পের সুষ্ঠ বাস্তবায়নকল্পে প্রবিধান প্রণয়ন; NQ o (ঝ) সুকুল শ্রেণীর ও প্রকারে পরিবহনের পরিবেশ ও নিরাপত্তার মান ২৫ নির্ধারণের উদ্দেশ্যে নির্দেশনা ও সহায়তা প্রদান; ę (ঞ) দফা (ঝ) এর অধীন নির্দেশনায় নির্ধারিত সংশ্লিষ্ট মান বাস্তবায়নকল্পে কর এবং অন্যান্য আর্থিক ব্যবস্থার বিষয়ে পরামর্শ প্রদান; ০ (ট) পরিবহন ইঞ্জিনিয়ারিং স্কীম এর স্থান নির্ধারণ; <o ) - איאלן ואל র স্থান নির্ধারণ; .അ (ঠ) বিভিন্ন যানবাহনের পার্কিং সুবিধা, ইত্যাদি বিষয়ে বিভিন্ন স্কমের নকসা অনুমোদন; ര് (ড) মানৱালখনের মধ্যক্রমনও পুনর্বিবেচনা; (ঢ) ঢাকা মহানগর এলাকার যানবাহনের স্থাপনার পরিকল্পনা তৈরী এবং উহা বাস্তবায়ন সঙ্গুলি পরামর্শ প্রদান; (ণ) যানবাহন ও পরিবহন সেক্টরের জন্য দক্ষ জনশক্তি তৈরীর উদ্দেশ্যে প্রশিক্ষাসত্ত্ব নীতিমালাঞ্চন (ত) যানবাহনও পরিবহন সংক্রান্ত স্কীম তৈরীর নীতিমালা প্রণয়ন: o o (থ) বিভিন্ন শ্রেণীর পরিবহনের সংখ্যা ও প্রকৃতি নির্ধারণ সম্পর্কে s সংশ্লিষ্টদিগকে পরামর্শ প্রদান ও উক্ত পরামর্শ বাস্তবায়ন নিশ্চিত করা: o o, - (দ) যানবাহন ও পরিবহন সংক্রান্ত আইন প্রয়োগের ব্যাপারে সহায়তা o - প্রদান; ള് (ধ) ত্রুটিপূর্ণ যানবাহন চলাচলে সৃষ্ট পরিবেশ দূষণীয়করণ রোধ করা: o (ন) উপরি-উক্ত যে কোন বিষয়ের সহিত প্রাসঙ্গিক যে কোন কাজ করা: (প) সরকার কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন। ৯। (১) এই ধারার অন্যান্য বিধানাবলী সাপেক্ষে, বোর্ড উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। (২) বোর্ড প্রতি বৎসর কমপক্ষে তিনবার সভায় মিলিত হইবে এবং সভার তারিখ, সময় ও স্থান চেয়ারম্যানের সম্মতিক্রমে সচিব কর্তৃক আহুত হইবে। (৩) চেয়ারম্যান বোর্ডের সভায় সভাপতিত্ব করিবেন এবং তাহার অনুপস্থিতিতে ভাইস-চেয়ারম্যান সভায় সভাপতিত্ব করিবেন।