পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৪৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড আইন, ২০০১ 88& (৪) আটজন সদস্য সমন্বয়ে বোর্ডের সভার কোরাম গঠিত হইবে, তবে মূলতবী সভার ক্ষেত্রে কোন কোরামের প্রয়োজন হইবে না। (৫) বোর্ডের সভায় প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে এবং ভোটের সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারী ব্যক্তির দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা থাকিবে। ് (৬) শুধুমাত্র কোন সদস্য পদে শূন্যতা বা বোর্ড গঠনের ক্রটি থাকার কারণে No বোর্ডের কোন কার্য বা কার্যধারা অবৈধ হইবে না এবং তৎসম্পর্কে কোন প্রশ্নও o উত্থাপন করা যাইবে না। o -- ১০। ধারা ৬ ও ৮ এ যাহা কিছুই থাকুক না কেন, সদস্য নয় অথচ সভায় আমন্বিত সদস্য আলোচ্য বিষয়ে সংশ্লিষ্টতা বা অভিজ্ঞতা রহিয়াছে এমন কোন ব্যক্তি সচিব কর্তৃক ২ আমন্ত্রিত হইলে বোর্ডের সভায় উপস্থিত থাকিবেন এবং আলোচনায় অংশগ্রহণ করার অধিকারী হইবেন, তবে তাহার কোন ভোটাধিকার থাকিবে না। ു. ১১। (১) বোর্ডের একজন নির্বাহী পরিচালক থাকিবেন। <o নির্বাহী পরিচালক ONN (২) নির্বাহী পরিচালক, সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাঁহার চাকুরীর শর্তাদি সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে। <o (৩) নির্বাহী পরিচালক বোর্ডের সার্বক্ষণিক মুখ্য নির্বাহী কর্মকর্তা হইবেন এবং তিনি বাের্ডের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্মদায়ী বাকিবেন।

  • N

(৪) নির্বাহী পরিচালকের পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা পদে নব নিযুক্ত নির্বাহী পরিচালক কাৰ্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা নির্বাহী পরিচালক পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত সরকার কর্তৃক মনােনীত কোনবাহুিপিলিকক্ষপাতিপালনকরবেন। o ১২। বোর্ড উহার কার্যাবলী সুষ্ঠভাবে সম্পাদনের উদ্দেশ্যে প্রয়োজনীয় বোর্ডের কর্মকর্তা ও সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ করিতে পারিবে এবং তাহাদের চাকুরীর কর্মচার শর্তাবলী প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে। ૭ বোর্ড এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সুস্পষ্ট দায়িত্ব পালনের জন্য কমিটি এক বা একাধিক কমিটি গঠন করিতে পারবে। ১৪। (১) বোর্ডের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ বোর্ডের তহবিল জমা হইবে, যথা: (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান: (খ) স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান;