পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৪৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8৫২ বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ আইন, ২০০১ ৯। (১) কর্তৃপক্ষ কোন স্থল বন্দরে পণ্য গ্রহণ, সংরক্ষণ ও প্রদানের জন্য, প্রয়োজন মনে করিলে, নির্ধারিত পদ্ধতি ও শর্তে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অপারেটর হিসাবে নিয়োগ করিতে পারিবে। (২) অপারেটরের দায়িত্বাধীন পণ্যের ক্ষেত্রে ধারা ৮ এর উপ-ধারা (৩) এর বিধান প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে, প্রযোজ্য হইবে। o কর ইত্যাদির তফসিল ১০। কর্তৃপক্ষ, সরকারের পূর্বনুমােদনক্রমে এবং সরকারী গেজেটে ৩ প্রজ্ঞাপন দ্বারা, স্থলবন্দ্রর ব্যবহারকারীদের নিকট হইতে আদায়যোগ্য কর, টােল, রেইট ও ফিসের তফসিল প্রণয়ন করিবে। ...So টােল ইত্যাদি মওকুফ ১১। (১) কর্তৃপক্ষ বিশেষ ক্ষেত্রে, সরকারের অনুমোদনক্রমে, ধারা ১০ এর অধীন প্রণীত তফসিল অন্যায় আদায়যোগ্য কর, টােল, রেইট ও ফিস সম্পূর্ণ বা আংশিক মওকুফ করিতে পরিবে। so (২) কোন স্থল বন্দর ব্যবহারকারী ধারা ১০ এর অধীন প্রণীত তফসিল অনুযায়ী আদায়যোগ্য কোন কর, টোল, রেইট, ফিস বা অন্য কোন পাওনা *fcist of so of of of Public Demands Recovery Act, 1913 (Ben. Act III of 1913) of offin RFEff wfīt (Public Demand) হিসাবে আদায়যোগ্য হইবে।I U (৩) স্থল বন্দরে রক্ষিত কোন পণ্য সময় মত খালাস করা না হইলে অথবা উক্ত পণ্যের কোন দাবীদার পাওয়া না গেলে কর্তৃপক্ষ Customs Act, 1969 (IV of 1969) e{T বিধান অনুযায়ী উহার বিলিবন্দেজ (disposal) করিবে। কর্মকর্তা ও কর্মচারী ১২। (১) কর্তৃপক্ষ উহার কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে কর্মকর্তা ও কর্মচারীর পদ সৃষ্টি করিতে পারবে না। (২) কর্তৃপক্ষের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ােগ পদ্ধতি ও চাকুরীর শর্তাবলী প্রনিবাররিত হবে। S (৩) সরকার, সংশ্লিষ্ট পক্ষগণের সম্মতিক্রমে, কর্তৃপক্ষের কোন কর্মকর্তা বা কর্মচারীকে নিম্নবর্ণিত যে কোন সংস্থায় এবং উক্ত সংস্থাসমূহের কোন কর্মকর্তা বা কর্মচারীকে কর্তৃপক্ষে প্রেষণে নিয়োগ করিতে পারবে, যথা: (ক) মংলা বন্দর কর্তৃপক্ষ (Mongla Port Authority); (খ) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (Chittagong Port Authority); (গ) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (Bangladesh Inland Water Transport Authority); (ঘ) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (Bangladesh Inland Water Transport Corporation);