পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৪৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ আইন, ২০০১ 8(? ○ (e) Klosso fosso offo (Bangladesh Shipping Corporation) ১৩। কর্তৃপক্ষ, সাধারণ অথবা কোন বিশেষ আদেশ দ্বারা, উহার যে কোন ক্ষমতা অর্পণ ক্ষমতা বা দায়িত্ব সুনির্দিষ্ট শর্তে চেয়ারম্যান, অন্য কোন সদস্য বা উহার কোন কর্মকর্তাকে অর্পণ করিতে পারিবে। è ১৪। (১) কর্তৃপক্ষের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ কর্তৃপক্ষের তহবিল o জমা হইবে, যথা:– § CŞ گیر (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; o •, (*) কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত ঋণ; N (গ) কোন স্থানীয় কর্তৃপক্ষ বা অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত ২০ - No অনুদান; o (ঘ) কর্তৃপক্ষের সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ; ് (ঙ) কর্তৃপক্ষ কর্তৃক আদায়কৃত কর, টোল, রেইট ও ফিস; o (চ) অন্য কোন উৎস হইতে প্রাপ্ত অর্থ। No (S) কর্তৃপক্ষে তহবিলে জমাকৃত অর্থ কোন তফসিলি বাকে জনা বাবা হইবে এবং নির্ধারিত পদ্ধতিতে উক্ত অর্থ উঠানাে যাবে। (৩)কর্তৃপক্ষে তহবিল হইতে উহার প্রয়ােজনীয় বাহিক হবে। (৪) কর্তৃপক্ষের তহবিল বা উহার অংশবিশেষ সরকার কর্তৃক অনুমোদিত খাতে বিনিয়োগ করা যাইবে। > ১৫। প্রতি অর্থ বৎসর শেষে কর্তৃপক্ষ উহার তহবিলের উদৃত্ত অর্থ তহবিলের উদ্বৃত্ত অর্থ প্রদান করিবে । S. ১৬। কর্তৃপক্ষ প্রতি বৎসর সরকার কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে পরবর্তী বাজেট অর্থ বৎসরের বার্ষিক বাজেট বিবরণী সরকার কর্তৃক নির্ধারিত ফরমে অনুমোদনের জন্য সরকারের নিকট পেশ করিবে এবং উহাতে উক্ত অর্থ বৎসরে থাকিবে। ১) কর্তৃপক্ষ নির্ধারিত পদ্ধতিতে ও ফরমে উহার হিসাব রক্ষণ হিসাব রক্ষণ ও( ۹د لاSي. `कहिै। ईलान्नैशक्लिक क्लबोंडल शक्ति নিরীক্ষা O CŞ (২) বাংলাদেশ মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অতঃপর মহা-হিসাব নিরীক্ষক নামে অভিহিত, প্রতি বৎসর কর্তৃপক্ষের হিসাব নিরীক্ষা করিবেন এবং নিরীক্ষা প্রতিবেদনের একটি করিয়া অনুলিপি সরকার ও কর্তৃপক্ষের নিকট প্রেরণ করিবেন।