পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৪৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- e$ অর্থ আইন, ২০০১ 8br> ১৯৯১ সনের ২২ নং ৭৫। মূল্য সংযোজন কর আইনের ধারা ৯ এরআইনের ধারা ৯ এর সংশোধন (ক) উপ-ধারা (১) এর (অ) দফা (ঙ) তে উল্লিখিত “আধুনিকীকরণ,” শব্দটি ও কমার পর “প্রতিস্থাপন, সম্প্রসারণ,” শব্দগুলি ও কমাগুলি সন্নিবেশিত হইবে: 。 èst (আ) দফা (চ) এ উল্লিখিত “পণ্যাগার, বিজ্ঞাপন,” শব্দগুলি so কমাগুলি বিলুপ্ত হইবে; এবং -co (ই) প্রথম শতাংশের পরিবর্তে নিম্নরূপ শর্তাংশ প্রতিস্থাপিত হইবে, “তবে শর্ত থাকে যে, চালানপত্র বা বিল অব এন্টুিতে বর্ণিত সমুদয় উপকরণ যেই তারিখে করদাতার উৎপাদন, সরবরাহ বা সেবা প্রদান স্থলে প্রবেশ করিবে সেই তারিখ হইতে পরবর্তী ৩০ (ত্ৰিশ) দিনের মধ্যে সমুদয় উপকরণ কর রেয়াত গ্রহণ করিতে হইবে:” । ് ১৯৯১ সনের ২২ নং ৭৬। মূল্য সংযোজন কর আইনের ধারা ১৩ এর উপ-ধারা (১) এর আইনের ধারা ১৩ এর শতাংশের পরিবর্তে নিম্নরূপ শতাংশ প্রতিস্থাপিত হইবে, যথা:– সংশোধন * * “তবে শর্ত থাকে যে, কোন রপ্তানীকৃত বা রপ্তানীকৃত বলিয়া গণ্য পণ্য বা সেবা রপ্তানির তারিখের এবং যেক্ষেত্রে নিশ্চিত ও অপরিবর্তনীয় রপ্তানি ঋণপত্রের অথবা অভ্যন্তরীণ ব্যাক টু ব্যাক ঋণপত্র অথবা স্থানীয় বা আন্তর্জাতিক দরপত্রের শর্তমোতাবেক আংশিক জাহাজীকরণের (Partial Shipment) f=fēTE oies Heif Eğit EI GIGFGI সর্বশেষ রপ্তানির তারিখের ছয় মাসের মধ্যে প্রত্যপণ (Drawback) s দাবী করা না হইলে, এই ধারার অধীন প্রত্যপণ (Drawback) প্রদেয় o হইবে না।” । ১৯৯১ সনের ২২ নং ૧૧ মূল্য সংযোজন কর আইনের ধারা ২৬ এর উপ-ধারা (১) এর আইনের ধারা ২৬ এর يناير g সংশোধন ༤༤གྲ་ পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (১) প্রতিস্থাপিত হইবে, যথা:

  • N “(১) কমিশনার অথবা বিভাগীয় কর্মকর্তার নিকট হইতে এতদুদ্দেশ্যে © ক্ষমতাপ্রাপ্ত যে কোন মূল্য সংযোজন কর কর্মকর্তার কোন নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তির উৎপাদনস্থল বা সরবরাহস্থল বা সেবা প্রদানের

o স্থলে প্রবেশের অধিকার থাকিবে এবং উক্ত কর্মকর্তা নিবন্ধিত বা R নিবন্ধনযোগ্য ব্যক্তিকে যথাযথ নোটিশ প্রদান করিয়া তাহার মজুদ পণ্য, সেবা এবং উপকরণ পরিদর্শন ও তদসংক্রান্ত হিসাব পরীক্ষা করিতে পারিবেন এবং যে কোন সময়ে তাহার পুস্তক, নথিপত্র ও বাণিজ্যিক দলিলাদিসহ ব্যবসা সংক্রান্ত সকল কাগজাদি পরীক্ষানিরীক্ষা (অডিট) করিতে, উহা দাখিল করিবার নির্দেশ প্রদান করিতে বা আটক করিতে এবং এতদউদ্দেশ্যে প্রয়োজনীয় অন্যান্য কার্য করিতে পারিবেন: