পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৪৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অর্থ আইন, ২০০১ 8b^రి করা হইয়াছিল সেই তারিখ হইতে তিন বৎসরের মধ্যে সংশ্লিষ্ট মূল্য সংযোজন কর কর্মকর্তা নোটিশ দ্বারা নোটিশে উল্লিখিত শুল্ক বা মূল্য সংযোজন কর দাবী করিয়া কারণ দর্শানো নোটিশ জারী করিবেন।” । (খ) উপ-ধারা (৩) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (৩) প্রতিস্থাপিত হইবে, যথা: “(৩) উপ-ধারা (১) এর অধীন শুল্ক ও কর প্রদানের জন্য যেই ব্যক্তির বিরুদ্ধে আপত্তি উত্থাপন করিলে তাহাকে শুনানীর সুযোগদান করিতে হইবে । অতঃপর উক্ত ব্যক্তির উত্থাপিত আপত্তি বিবেচনা করিয়া সংশ্লিষ্ট মূল্য সংযোজন কর কর্মকর্তা নোটিশে দাবীকৃত শুল্ক ও করের পরিমাণ প্রয়োজনবোধে পুনঃনির্ধারণ করিতে পারবেন, এবং উক্ত ব্যক্তি নোটিশে দাবীকৃত বা ক্ষেত্রমত পুনঃনির্ধারিত শুল্ক ও কর পরিশোধ করিতে বাধ্য থাকিবেন।” o స్ట్ల్లో ৮১। মূল্য সংযোজন কর র তৃতীয় তফসিলের পরিবর্তে এই :aa আইনের তফসিল-৩ এ বর্ণিত তৃতীয় তফসিল প্রতিস্থাপিত হইবে। অর্থ আইন, 98ང་མ་ (১৯৯৭ সনের ১৫নং আইন) এর সংশোধন o ১৯৯৭ সনের ১৫ নং ৮২। অর্থ আইন, ১৯৯৭ (১৯৯৭ সনের ১৫নং আইন) এর ধারা ৭ এর

""" উপ-ধারা (১) এর শেষ প্রান্তস্থিত দাড়ির পরিবর্তে কোলন প্রতিস্থাপিত হইবে

এবং অতপর নিরপতন শতাংশ সামাজিত হইবে যথা:– - O “আরও শর্ত থাকে যে, সরকার বিশেষ বিবেচনায় জনস্বার্থে ব্যবহার হইতে xS) পারে এমন কোন পণ্যকে উহার উপর আরোপনীয় সম্পূর্ণ বা আংশিক

  • N পারিবে ।” ।

§ S Q ് è