পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

QᎼ কপিরাইট আইন, ২০০০ ২০০০ সনের ২৮ নং আইন Iめb জুলাই, ২০০০] 。 কপিরাইট আইন সংশোধন ও সংহতকরণকল্পে প্রণীত আইন। ് যেহেতু কপিরাইট বিষয়ে প্রচলিত আইনের সংশোধন ও সংহতকরণ ് সমীচীন ও প্রয়োজনীয়; o সেহেতু এতদৃদ্বারা নিম্নরূপ আইন করা হইল:- ് o, ১। (১) এই আইন কপিরাইট আইন, ২০০০ নামে অভিহিত হইবে। সংক্ষিপ্ত শিরোনাম, o প্রয়োগ এবং প্রবর্তন (২) ইহা সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হইবে। so o (৩) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করবে, সেই তারিখে ইহা কার্যকর হইবে। §o ২। বিষয় বা প্রসংগের পরিপন্থী কিছু না থাকিলে, এই আইনে,- সংজ্ঞা ON (১) “অনুলিপি” অর্থ বর্ণ, চিত্র, শব্দ বা অন্য কোন মাধ্যম ব্যবহার করিয়া লিখিত, শব্দ রেকর্ডিং, চলচ্চিত্র, গ্রাফিক্স চিত্র বা অন্য কোন বস্তুগত প্রকৃতি বা ডিজিটাল সংকেত আকারে পুনরুৎপাদন (স্থির বা চলমান), দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক বা পরাবাস্তব নির্বিশেষে; (২) “অনুলিপিকারী যন্ত্র” অর্থ কোন যন্ত্র বা যান্ত্রিক কৌশল বা পদ্ধতি যাহা কোন কর্মের যে কোন ধরনের অনুলিপি তৈরী বা পুনরুৎপাদনের জন্য ব্যবহৃত হয় বা হইতে পারে;] (○) “অভিযোজন” অর্থo (ক) নাট্য কর্মের ক্ষেত্রে কর্মটিকে অ-নাট্য কর্মে রূপান্তর; (খ) সাহিত্য বা শিল্পকর্মের ক্ষেত্রে, অভিনয় বা অন্য কোন উপায়ে - § জনসমক্ষে রূপান্তর; N § (গ) সাহিত্য বা নাট্যকর্মের ক্ষেত্রে, কর্মের সংক্ষেপকরণ বা কর্মটির e$ এমন অনুবাদ যাহাতে উক্ত কর্মের বিষয় বা প্রভাব সম্পূর্ণরূপে বা প্রধানতঃ পুস্তক, সংবাদপত্র, পত্রিকা, ম্যাগাজিন বা সাময়িকীতে পুনঃপ্রকাশের জন্য যথাযথ ছবির মাধ্যমে প্রকাশ করা:

  • দফা (১) ও (২) কপিরাইট (সংশোধন) আইন, ২০০৫ (২০০৫ সনের ১৪ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত।