পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কপিরাইট আইন, こののの (여 (খ) যাহা প্রথম বাংলাদেশে প্রকাশিত হইয়াছে; বা (গ) অপ্রকাশিত কর্মের ক্ষেত্রে, যাহার প্রণেতা উহা তৈরীর সময় বাংলাদেশের নাগরিক ছিলেন; (২৮) “বোর্ড” অর্থ এই আইনের ধারা ১১ এর উপ-ধারা (১) এর অধীন 。 গঠিত কপিরাইট বোর্ড; èst o (২৯) “ভাস্কর্য কৰ্ম” অর্থে ছাচে ঢালা বস্তু এবং মডেল অন্তর্ভুক্ত হইবে শু সহযোগ ۶یر (৩০) “যৌথ গ্রন্থকার কৰ্ম” অর্থ দুই বা ততোধিক গ্রন্থকারের তিায় প্রণীত কর্ম, যাহতে একজন গ্রন্থকারের অবদান অপর গ্রন্থকারের অবদান হইতে স্বতন্ত্র নহে;] & N (৩১) “রচয়িতা” অর্থ, কোন সংগীতের ক্ষেত্রে, উহার গীতিকার, উহা স্বরলিপির মাধ্যমে রেকর্ডকৃত হউক বা না হউক, o (৩২) “রেজিষ্ট্রার” অর্থ এই আইনের ধারা ১০ এর উপ-ধারা (১) এর অধীনে নিযুক্ত কপির রেজিষ্ট্রার এবং রেজিষ্ট্রারের কার্য శాశాడా ? অন্তর্ভুক্ত হইবেন; শঙ্ক * * Q sò (98) "ఢాగో ভাষণ, বক্তৃতা ও ধর্মোপদেশ অন্তর্ভুক্ত হইবে: - C (৩৫) “শব্দ রেকর্ডিং” অর্থ রেকর্ড করার মাধ্যমে ও পদ্ধতি নির্বিশেষে, শব্দের এমন প্রক্রিয়ায় রেকর্ডিং করা যাহা হইতে উক্ত শব্দ উৎপাদন করা যায়; o so (৩৬) “শিল্প কৰ্ম” অর্থ so (ক) শিল্পসুলভ গুণ থাকুক বা না থাকুক, চিত্রকর্ম, ভাস্কর্য, ড্রয়িং o (রেখাচিত্র, মানচিত্র, চাট, নকশাসহ), খোদাই বা ফটোগ্রাফ; N (খ) স্থাপত্য শিল্পকর্ম; এবং o (গ) শিল্পসুলভ কারিকর সমৃদ্ধ অন্য কোন কর্ম; - S (৩৭) “সংগীত কৰ্ম” অর্থ সুর সম্বলিত কর্ম এবং উক্ত কর্মের স্বরলিপির § পদ্ধতি অন্তর্ভুক্ত হইবে কিন্তু কোন কথা বা কাজকে গানের মাধ্যমে প্রকাশ বা সম্পাদন করা অন্তর্ভুক্ত হইবে না;

  • দফা (৩০) কপিরাইট (সংশোধন) আইন, ২০০৫ (২০০৫ সনের ১৪ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত। * দফা (৩৩) কপিরাইট (সংশোধন) আইন, ২০০৫ (২০০৫ সনের ১৪ নং আইন) এর ২ ধারাবলে বিলুপ্ত।