পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○b- কপিরাইট আইন, ২০০০ (৩৮) “সংস্থাপন” অর্থ শব্দ বা প্রতিচ্ছবি বা উভয়ের সংযোগকারী এমন কৌশল যাহা পরবর্তীতে শ্রবণ বা দৃষ্টিতে বোধগম্য করা যায়; (৩৯) “সরকার” অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; (৪০) “সরকারী কর্ম” অর্থ নিম্নবর্ণিত কোন কর্তৃপক্ষের দ্বারা বা অধীন প্রদত্ত NON কোন আদেশ, নির্দেশ বা নিয়ন্ত্রণে সম্পাদিত বা জারীকৃত কর্ম- o (ক) সরকার বা সরকারের কোন বিভাগ; N (খ) বাংলাদেশের আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ SS ് (গ) বাংলাদেশের কোন আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোন বিচার বিভাগীয় কর্তৃপক্ষ (৪১) “সম্পাদন” অর্থ, সম্পাদনকারীর অধিকারের ক্ষেত্রে, এক বা একাধিকসম্পাদনকারী কর্তৃক দর্শনসাধ্য বা শ্রবণযোগ্য জীবন্ত ళ్వా, (৪২) “সম্পাদনকারী” অর্থ অভিনেতা, গায়ক, বাদ্যযন্ত্রী, নৃত্যকারী, দড়াবাজকর, ভোজবাজিকর, জাদুকর, সাপুড়ে, লেকচারদাতা অথবা কিছু সম্পাদন করেন এনকেনেবা অন্তর্ভুংকে ’(৪৩) “সম্পপ্রচার” অর্থ এক বা একাধিক রকমের সংকেত, চিহ্ন, শব্দ, ইন্টারনেট, সংযুক্ত কম্পিউটার, টেলিভিশন ও বেতার যন্ত্রসহ উপগ্রহ তার বা বেতার যন্ত্র অথবা অন্য কোন পদ্ধতির যে কোন মাধ্যমে জনসাধারণের সহিত যোগাযোগ এবং পুনঃসম্প্রচারও উহার অন্তর্ভুক্ত হইবে;] SS (৪৪) “সম্পপ্রচার কর্তৃপক্ষ” অর্থ এমন কোন ব্যক্তি বা কর্তৃপক্ষ, যিনি বা, ক্ষেত্রমত, যাহার দ্বার কোন সম্প্রচার কেন্দ্র পরিচালিত হয়; (৪৫) “সরবরাহ” অর্থে কোন বক্তৃতার ক্ষেত্রে, যান্ত্রিক বা বেতার যন্ত্রের o শ(৪৬) “সাহিত্যকৰ্ম” অর্থে জনসাধারণের পঠন-পাঠন ও শ্রবণের উদ্দেশ্যে ত, অনুদিত, রূপান্তরিত, অভিযোজিত, সৃষ্টিশীল, গবেষণামূলক, Q তথ্যমূলক যে কোন কর্ম এবং কম্পিউটার সৃষ্ট সৃজনশীল কর্মসহ S. § কম্পিউটার প্রোগ্রামও উহার অন্তর্ভুক্ত হইবে;] (৪৭) “স্থাপত্য কৰ্ম” অর্থ শৈল্পিক চরিত্র অথবা ডিজাইনকৃত কোন দালান বা ইমারত অথবা ঐরূপ দালান বা ইমারতের কোন মডেল ;ি ് & ෆ দফা (৪৩) কপিরাইট (সংশোধন) আইন, ২০০৫ (২০০৫ সনের ১৪ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত। দফা (৪৬) কপিরাইট (সংশোধন) আইন, ২০০৫ (২০০৫ সনের ১৪ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত। দাড়ির (।) পরিবর্তে সেমি-কোলন (ঃ) প্রতিস্থাপিত এবং অতঃপর দফা (৪৮) কপিরাইট (সংশোধন) আইন, ২০০৫ (২০০৫ সনের ১৪ নং আইন) এর ২ ধারাবলে সংযোজিত।