পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

CŞ sò \უbr কপিরাইট আইন, ২০০০ (৫) যদি কোন স্বত্ব নিয়োগের মেয়াদ উল্লেখ না থাকে বা স্বত্ব নিয়োগ দলিলে ভিন্নরূপ কিছু না থাকে, তাহা হইলে স্বত্ব নিয়োগের তারিখ হইতে পরবর্তী পাঁচ বছরের জন্য উহা করা হইয়াছে বলিয়া গণ্য হইবে। (৬) যদি স্বত্ব নিয়োগের ভৌগোলিক পরিধি উল্লেখ না থাকে, তাহা হইলে উহার পরিধি বাংলাদেশের সর্বত্র বলিয়া গণ্য হইবে । (৭) উপ-ধারা (২), (৩), (৪), (৫) ও (৬)-এ উল্লেখিত বিধানাবলীর কোন কিছুই এই আইন কার্যকর হওয়ার পূর্বে সম্পাদিত স্বত্ব নিয়োগের ক্ষেত্রে কার্যকর হইবে না। ২০। (১) যদি কোন নিয়োগপ্রাপ্ত স্বত্বাধিকারী তাহার নিকট হস্তান্তরকৃত । কোন অধিকার ব্যবহার করিতে ব্যর্থ হন এবং উক্ত ব্যর্থতার জন্য স্বত্ব প্রদানকারীর কোন কার্য বা কার্যহীনতা দায়ী না হয়, তাহা হইলে বোর্ড, স্বত্ব । বিবেচিত তদন্তের পর, স্বত্ব নিয়োগ বাতিল করিতে পারিবে। o (২) যদি কপিরাইটের কোন স্বত্ব নিয়োগের বিষয়ে কোন বিরোধের উদ্ভব হয়, বোর্ড সংক্ষুব্ধ পক্ষের নিকট হইতে অভিযোগ প্রাপ্তি এবং তদভিত্তিতে লিল পতাকাতিপতুি ১ তবে শর্ত থাকে যে, এই উপ-ধারার অধীনে বাের্ড “নিয়োগপ্রাপ্ত স্বত্বাধিকার বাতিল করার কোন আদেশ প্রদান করিবে না যদি না বোর্ড এই মর্মে সন্তুষ্ট হয় ...o আরও শর্ত থাকে যে, এই উপ-ধারার অধীন কোন স্বত্ব নিয়োগ রদের আলাপেরী: বছর সময়সীমার মধ্যে প্রদান করা যাইবে না। --N: حكيد NON് * ് দীন নিয়োগ বিষয়ক বিরোধ

  • “বা স্বত্ব নিয়োগ দলিলে ভিন্নরূপ কিছু না থাকে” শব্দগুলি কপিরাইট (সংশোধন) আইন, ২০০৫ (২০০৫ সনের ১৪

নং আইন) এর ১০ ধারাবলে সন্নিবেশিত। ২.২°নিয়োগপ্রাপ্ত স্বত্বাধিকারী তাহার নিকট হস্তড়লড়রকৃত কোন অধিকার ব্যবহার করিতে ব্যর্থ সনের ১৪ নং আইন) এর ১১ ধারাবলে প্রতিস্থাপিত। হন এবং উক্ত ব্যর্থতার o জন্য স্বত্ব প্রদানকারীর" শব্দগুলি “স্বত্ব নিয়োগী তাহার নিকট হস্তড়ন্ডুরকৃত কোন অধিকার ব্যবহার করিতে ব্যর্থ হন এবং উক্ত ব্যর্থতার জন্য স্বত্ব নিয়োগীকারীর” শব্দগুলির পরিবর্তে কপিরাইট (সংশোধন) আইন, ২০০৫ (২০০৫ “স্বত্ব নিয়োগ" শব্দগুলি “স্বত্ব নিয়োগী” শব্দগুলির পরিবর্তে কপিরাইট (সংশোধন) আইন, ২০০৫ (২০০৫ সনের ১৪ নং আইন) এর ১১ ধারাবলে প্রতিস্থাপিত।

  • “নিয়োগপ্রাপ্ত স্বত্বাধিকার বাতিল করার কোন আদেশ প্রদান করিবে না যদি না বোর্ড” শব্দগুলি “স্বত্ব নিয়োগী বাতিল

করার কোন আদেশ প্রদান করিবে না যদি বোর্ড” শব্দগুলির পরিবর্তে কপিরাইট (সংশোধন) সনের ১৪ নং আইন) এর ১১ ধারাবলে প্রতিস্থাপিত। আইন, వంం( (వంo(