পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Գbr কপিরাইট আইন, ২০০০ (খ) উক্ত বিদেশী সমিতি বা সংস্থার প্রশাসনাধীন কোন অধিকারের প্রশাসন বাংলাদেশে পরিচালনার দায়িত্ব অর্পণ: তবে শর্ত থাকে যে, অনুরূপ কোন সমিতি বা সংস্থা বাংলাদেশী কর্ম এবং অন্যান্য কর্মের লাইসেন্সের শর্ত বা আদায়কৃত ফি বন্টনের ক্ষেত্রে কোনরূপ বৈষম্য করিতে পারিবে না। è (৩) নির্ধারিত শর্ত সাপেক্ষে, প্রত্যেক কপিরাইট সমিতি- ് (ক) এই আইনের অধীন কোন অধিকারের ব্যাপারে ধারা ৪৮ এর অধীন è লাইসেন্স প্রদান করিতে পারিবে: o (খ) অনুরূপ লাইসেন্স মোতাবেক ফি আদায় করিতে পরিবে: sò (গ) স্বয় ব্যয় কর্তনপূর্বক অনুরূপ ফি অধিকারের মালিকদের মধ্যে বন্টন করিতে পারিবে; o (ঘ) ধারা ৪৪ এর বিধানাবলীর সহিত সামঞ্জস্যপূর্ণ অন্য যে কোন কার্য করিতে পারিবে। o N ৪৩। (১) সরকার যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে, কোন বিশেষ শ্রেণীর কর্মের কপিরাইট সমিতি কোন কপিরাইট সমিতি সমগ্র বাংলাদেশব্যাপী অনুরূপ কর্মের মালিকদের কর্তৃক পরিশ্রমিক উদ্দেশ্যে নিযুক্ত করিবে। sc (২) কপিরাইট সমিতি, এতদুদ্দেশ্যে প্রণীত বিধি সাপেক্ষে, কোন কর্মের প্রচার সংখ্যা বিবেচনা করিয়া কপিরাইটের প্রত্যেক মালিককে প্রদেয় পারিশ্রমিকের পরিমাণ নির্ধারণের জন্য একটি পরিকল্পনা তৈরী করিবে: জল থল জেল দি দে কি দি ৪৪। (১) প্রত্যেক কপিরাইট সমিতি সেই সকল কপিরাইট মালিকগণের কপিরাইটু সমিতির যৌথ নিয়ন্ত্রণাধীন থাকিবে যাহাদের অধিকার উক্ত সমিতি পরিচালনা করে (ধারা jor ৪২ এর উপ-ধারা (২)-এ বর্ণিত বিদেশী সমিতি বা সংস্থা কর্তৃক পরিচালিত - - - - অধিকারসমূহের মালিকগণ নহে) এবং নির্ধারিত পদ্ধতিতে e$ (ক) ফি আদায় ও বণ্টনের জন্য কপিরাইট মালিকদের অনুমোদন সংগ্ৰহ করে;

  • "বণ্টনের” শব্দটি “বন্টনের” শব্দের পরিবর্তে কপিরাইট (সংশোধন) আইন, ২০০৫ (২০০৫ সনের ১৪ নং আইন)

এর ১৮ ধারাবলে প্রতিস্থাপিত।