পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e$ ఫిచ

  • ત્રિ * *

(২) উপ-ধারা (১) এর অধীন কোন কর্মের দরখাস্ত প্রাপ্তির পর রেজিষ্ট্রার, রেজিষ্টারে অন্তর্ভুক্ত করিবেন এবং ঐরূপ রেজিষ্ট্রেশনের একটি সনদপত্র দরখাস্তকারীকে প্রদান করিবেন যদি না তিনি, তৎকর্তৃক লিখিত কারণে, ঐরূপ অন্তর্ভুক্তি সঠিক হইবে না বলিয়া মনে করেন। ৫৭। (১) কোন কপিরাইটের স্বার্থ প্রদানের আগ্রহী কোন ব্যক্তি উক্তরূপ নির্ধারিত ফি প্রদান করিয়া, যে স্বার্থ প্রদান করা হইতেছে উহার মূল দলিল এবং উক্ত দলিলে একটি সত্যায়িত অনুলিপিসহ রেজিষ্ট্রারের নিকট আবেদন করিতে পারিবেন। (২) উপ-ধারা (২) এর অধীন কোন কর্মের আবেদন প্রাপ্তির পর রেজিষ্ট্রার, প্রদানের বিবরণ সন্নিবেশিত করবেন, যদি না তিনি, তৎকর্তৃক লিখিত কারণে, মনে করেন যে উক্ত প্ৰদান সম্পর্কে কোন অন্তর্ভুক্তি করা উচিত হইবে না। (b) য়ে স্বর্থ প্রদান করা হইয়াছে উহার সত্যয়িত অনুলিপিটি কপিরাইট অফিসে রাখিয়া দেওয়া হইবে এবং মূল দলিল এনডোর্সকৃত বা তৎসঙ্গে রেজিষ্ট্রেশনের সার্টিফিকেট সংযুক্ত করিয়া, উহার জমাদানকারীকে ফেরত দিতে হইবে। ജ് ৫৮। রেজিষ্ট্রার নির্ধারিত ক্ষেত্রে এবং নির্ধারিত শর্ত সাপেক্ষে কপিরাইট রেজিষ্টার এবং ইনডেক্সে অন্তর্ভুক্ত কোন নাম, ঠিকানা এবং বিবরণের ভুল বা বাদ পড়াসহ আকস্মিক অন্য কোন কারণে সংঘটিত ভুল শুদ্ধ করিয়া সংশোধন বা পরিবর্তন করতে পারবেন। ৫৯। রেজিষ্টার বা কোন সংক্ষুব্ধ ব্যক্তির দরখাস্তের ভিত্তিতে বোর্ড কপিরাইট রেজিষ্টারের নিম্নরূপ সংশোধনের আদেশ দিতে পারিবেন, যথা: O - (ক) জলক্রমেক্রমে বাদ পড়া কোন এন্ট্রী রেজিষ্টারে অন্তর্ভুক্ত করা: འ། ། () রেজিষ্টারের কোন এন্ট্রী বাদ দিয়া বা কোন এন্ট্র উহাতে অন্তর্ভুক্ত S- করা: o Q (গ) রেজিষ্টারের কোন ভুল বা ক্রটির সংশোধন করা। ৬০। (১) কপিরাইটের রেজিষ্টার ও ইনডেক্স এর কোন বিবরণ আপাতঃ পর্যাপ্ত সাক্ষ্য হিসাবে গণ্য হইবে এবং রেজিষ্ট্রার কর্তৃক প্রত্যায়িত এবং কপিরাইট অফিসের সীলমোহরকৃত কপিরাইট রেজিষ্টারের কোন অন্তর্ভুক্তি বা উহার কোন কপিরাইট আইন, ২০০০ কপিরাইটের এবং ইনডেক্স ইত্যাদির সংশোধন কপিরাইট বোর্ড কর্তৃক রেজিষ্টার সংশোধন অন্তর্ভুক্ত বিবরণ আপাতঃ পর্যাপ্ত সাক্ষ্য হিসাবে গণ্য হওয়া

  • শর্তাংশটি কপিরাইট (সংশোধন) আইন, ২০০৫ (২০০৫ সনের ১৪ নং আইন) এর ২৫ ধারাবলে বিলুপ্ত।