পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯8 কপিরাইট আইন, ২০০০ ৬৩। এই আইনের অধীন প্রণীতব্য বিধি সাপেক্ষে কিন্তু প্রিন্টিং প্রেসেস এন্ড ಶ್ಗ পাবলিকেশন্স (ডিক্লারেশন এন্ড রেজিষ্ট্রেশন) এ্যাক্ট, ১৯৭৩ (১৯৭৩ সনের ২৩ : ও সংবাদপত্র নং এ্যাক্ট) এর ধারা ২৬ এর বিধানাবলী ক্ষুন্ন না করিয়া, বাংলাদেশে প্রকাশিত প্রত্যেক সাময়িকী ও সংবাদপত্রের প্রকাশক নিজ খরচে সংশ্লিষ্ট সাময়িকী বা সংবাদপত্রের প্রতি সংখ্যার এক কপি উহা প্রকাশিত হওয়া মাত্রই জাতীয় 。 গ্রন্থাগারে সরবরাহ করিবেন। o ৬৪। জাতীয় গ্রন্থাগারের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি (লাইব্রেরিয়ান বা সুৰত ষ্ট্রে অন্য যে নামেই অভিহিত হউন) অথবা এতদৃউদ্দেশ্যে তাহার নিকট হইতে ് ক্ষমতাপ্রাপ্ত যে কোন ব্যক্তি ধারা ৬২ বা ৬৩ অনুসারে প্রাপ্ত পুস্তকের লিখিত . -- রসিদ প্রদান করিবেন। ് o ৬৫। এই আইনের বিধান বা তদধীন প্রণীত বিধি লঙ্ঘনকারী প্রকাশক এক শাস্তি হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন, এবং উক্তরূপ লঙ্ঘন যদি কোন পুস্তক বা সাময়িকীর ক্ষেত্রে হয়, তাহা হইলে উক্ত পুস্তক বা সাময়িকীর মূল্যের সমপরিমাণ অর্থদণ্ডেও তিনি দণ্ডনীয় হইবেন, এবং এই অপরাধের বিচারকারী আদালত এই মর্মে নির্দেশ প্রদান করিতে পারবে যে, তাহার নিকট হইতে আদায়কৃত সম্পূর্ণ বা আংশিক জরিমানা, ক্ষতিপূরণ হিসাবে, যে পূজাতীয় গ্রন্থাগারে পুস্তক, সাময়িকী বা, ক্ষেত্রমত, সংবাদপত্র সরবরাহ করা হইত সে “জাতীয় গ্রন্থাগারে প্রদান করা হউক। co () ૭૭ I (S) সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা সরকার হইতে এতদুদেশ্যে এই অধ্যায়ের অপরাধ ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার অভিযোগ ব্যতীত কোন আদালত এই অধ্যায়ের অধীন "িণ শক্তিয়ােগ কোন অপরাধ বিচারার্থগ্রহ করবে না। (S) মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট অপেক্ষা নিম্নতর লা দে লাল দলিল না । o ت

  • "জাতীয় গ্রন্থাগারে সরবরাহ করিবেন” শব্দগুলি “ধারা ৬২ (১) এ উলিখিত ছয়টি গণ গ্রন্থাগারের প্রত্যেকটিতে

সরবরাহ করিবেন” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনীর পরিবর্তে কপিরাইট (সংশোধন) আইন, ২০০৫ (২০০৫ সনের ১৪ নং আইন) এর ২৮ ধারাবলে প্রতিস্থাপিত।

  • "জাতীয় গ্রন্থাগারে" শব্দগুলি “গণগ্রন্থাগারে" শব্দগুলির পরিবর্তে কপিরাইট (সংশোধন) আইন, ২০০৫ (২০০৫ sN সনের ১৪ নং আইন) এর ২৮ ধারাবলে প্রতিস্থাপিত। Sং ” “জাতীয় গ্রন্থাগারের" শব্দগুলি “গণগ্রন্থাগারের" শব্দগুলির পরিবর্তে কপিরাইট (সংশোধন) আইন, ২০০৫ (২০০৫ CŞ সনের ১৪ নং আইন) এর ২৯ ধারাবলে প্রতিস্থাপিত।
  • “জাতীয় গ্রন্থাগারে” শব্দগুলি “গ্রন্থাগারে” শব্দগুলির পরিবর্তে কপিরাইট (সংশোধন) আইন, ২০০৫ (২০০৫ সনের

১৪ নং আইন) এর ৩০ ধারাবলে প্রতিস্থাপিত।

  • “জাতীয় গ্রন্থাগারে” শব্দগুলি “গ্রন্থাগারে” শব্দগুলির পরিবর্তে কপিরাইট (সংশোধন) আইন, ২০০৫ (২০০৫ সনের

১৪ নং আইন) এর ৩০ ধারাবলে প্রতিস্থাপিত।