পাতা:বাংলার পাখি - জগদানন্দ রায়.djvu/১৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাংলার পাখী। * না। মাছই ইহাদের প্রধান খাবার। তাই শীতকালে যখন খাল বিল ও পুকুরের জল শুকাইয়া যায়, তখনি ইহাদিগকে জলাশয়ের ধারে গাছে বসিয়া থাকিতে দেখা যায়। তার পরে গরম পড়লে শঙ্খচিলদের প্রায়ই আর সন্ধান পাওয়া যায় না।