পাতা:বাংলার পাখি - জগদানন্দ রায়.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খঞ্জন জাতি २क्षम छांटिझ गद १ाथी दाएल भान याभात्मझ cहtभ থাকে না। শীত পড়িলেই ইহারা বাংলা মুলুকে চরিতে আসে। তার পরে গরম পড়িলেই দেশ ছাড়িয়া চলিয়া যায়। কিন্তু যাহাঁদের আমরা খঞ্জন বলি, তাহারা বারো মাসই আমাদের দেশে খাকে। খঞ্জন জাতির পাখীদের উড়ার ভঙ্গী বড় মজার। তাহারা কাক বা শালিক প্রভৃতি পাখীদের মতো সোজাসুজি উড়িতে পারে না। লক্ষ্য করিলে দেখিবে, যেন BkBuBDD DBBBD OiOODu uBDB S DBD DDuBDDDLBS --> তা ছাড়া লেজ-নাড়া তাঁহাদের একটা বদঅভ্যাস । আমাদের মধ্যে অনেকে যেমন خ<لا ୩ୟ୍ଯ চেয়ার বা বেঞ্চে বসিয়া ক্রমাগত পা নাড়ায়, খঞ্জন জাতির পাখীরা সেই রকম অবিরাম লেজ নাড়ায়। এই জন্য ইংরাজিতে ইহাদের লেজ-নাড়া পাখী বলে এবং হিন্দুস্থানীরা বলে “দুধাবিনু”। ধোবারা যেমন কাপড় আছড়ায়, এই পাখীরা সেই রকমে লেজগুলাকে উঁচু নীচু করিয়া নাচায় বলিয়া তাহাদের ঐ নােম হইয়াছে। খঞ্জন জাতির পাখীদের আমরা ফলমূল খাইতে দেখি নাই। বোধ করি ইহার ফলমূল খায় না, তাই প্রায়ই গাছের ডালে বসে না। পোকামাকড়ই ইহাদের প্রিয় খাদ্য। এই জন্য মাঠে মাটির