পাতা:বাগেশ্বরী শিল্প-প্রবন্ধাবলী.djvu/৩০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
৩০২
বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী

মধ্যে জাগতে চাচ্ছে রূপ । রসের ঝরণা বিরাট শক্তির প্রেরণা স্মৃতির মাধুর্যে ডুবিয়ে দিয়ে বইছে। স্মৃতিশক্তি হচ্ছে সোনার কাঠি, ঘুমন্ত রূপকে জাগিয়ে তোলে, লাবণ্য আনে, ভাব ভঙ্গি সবই আনে রূপে, আর শুধু রচনা-শক্তি বাচন-শক্তি তা নিয়ে রূপ কাঠামো পায় সুন্দর, ভাব ভঙ্গি সবই পায়, কিন্তু বেঁচে ওঠে না। একপাটি জুতো সে যতক্ষণ স্মৃতির স্পর্শ পেলে নু ততক্ষণ জুতো মাত্র পূর্বেই বলেছি, কিন্তু এই জুতোপাটি কিংবা একটুখানি ছেড়া কাথা যখন কারু স্মৃতির স্পর্শ পেলে তখন সিণ্ডারিলার জুতো এবং আমাদের ঘরের ছেলেভোলানো ছড়ায় যে ছপাটি অপূর্ব জুতোর খবর পাই, সেই লাল জুতুয়া হ’য়ে দেখা দিলে । g