পাতা:বাঙ্গলার পরিচিত পাখী.djvu/৫৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৪০
বাঙ্গলার পরিচিত পাখী

ফলাহারী। অথচ আশ্চর্য্যের বিষয় এই, যে শৈশবে সে যখন সর্ব্বভূক কাকের বাসায় লালিত পালিত হয়, তখন কাক ইহাকে নির্ব্বিচারে সকল নোংরা ও আমিষ খাদ্যই খাওয়ায়। সে খাদ্য ইহাদের শিশু-উদর বেশ হজম করে এবং প্রকৃতিবিরুদ্ধ খাদ্য সত্ত্বেও ইহারা বেশ পুষ্ট হইয়া

কাণাকুয়া

উঠে। আরও আশ্চর্য্য এই, যে শৈশবে আমিষ-নিরামিষ খাদ্যে রপ্ত হইয়াও, যেদিন হইতে সে কাকের বাসা ত্যাগ করে, সেদিন হইতে শুঁয়াপোকা ছাড়া কোনও আমিষ দ্রব্য স্পর্শ করে না। এই বিধান প্রকৃতির একটা রহস্য না বৈজ্ঞানিকের সঙ্গে রসিকতা তাহা জানি না।