পাতা:বাঙ্গলার পরিচিত পাখী.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শালিক
৪৯

তাড়া করিলে একটু সরিয়া যাইত মাত্র। ইহার টিয়া ময়নার মত কথা বলিতেও শিখিয়া থাকে।

 এতক্ষণ পর্য্যন্ত “শালিক” নামে যাহাকে অভিহিত করিয়াছি, সে হইল আমাদের সাধারণ শালিক। ইংরেজী কেতাবে ইহাকে “দি

গাঙ শালিক

কমন ময়না” বলা হয়। বাংলা শালিক শব্দটি বিশিষ্ট জাতি (স্পিসিজ্‌) বাচক নয়। আমাদের পল্লীজনপদে কয়েকপ্রকারের শালিক আছে। কমন ময়নাকে আমরা যদি গৃহশালিক বলি তবে বোধহয় তাহার সংজ্ঞা