পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/১০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( v 8 ) গ্নাম হামিলটন সাহেব এই চারি জমকে দিল্লীস্থ মহারাজের নিকটে দৌত্যকর্ম করিতে পাঠাইলেন তাঙ্কায় যে সকল উপায়ম এৰা সমভিব্যাহাঁয়ে লইলুেন সে বহুমূল্য এবং দুর্লভ তাহার মূল্য প্রায় তিন লঙ্ক মুদ্র ছিল কিন্তু ঐ আরমানি দেশীয় মহ। শয় দিল্লীতে সংবাদ পাঠাইলেন যে তাহার। দশ লক্ষ টাকার সুব্য লইয়া চলিলেম, গুণহাতে "তাঁহাদের যে ষে দেশ দিয়া যাইতে হইবে তত্তংস্থানের শাসনকৰ্ত্তাদিগের প্রতি নিজং লোক স্বার। তাছদিগকে নিরুদ্বেগে পাঠাইতে মহারাজ কল্পকসের আজ্ঞা করিলেন । সয়দ বংশীয় যে দুই ভ্রাত ফুরফুসেরকে সিংহাসনে স্থাপন করিয়াছিলেন, তাহরী তৎকালে রাজসভায় অতি প্রধান পদস্থিত ছিলেন কিন্তু মহারাজ তাঁহাল্পদিগের স্বারা যাদৃশ উপকৃত হইয়াছেন তাঙ্কুশ সন্তু ম করিতেন না, রাজ সভায় খোজা হস্পিন নায়ক আর একজন মহারাজের প্রিয় পাত্র ছিলেন তাঁহাকে মহারাজ খানদোরান অর্থাৎ অর্থব্যয়ের কস্তৃত্বপক্ষে নিযুক্ত করিয়া ছিলেন, ঐ দূতের রাজসভায় উপস্থিত হইয়। নিয়মিত মঞ্জিদিগের নিকটে নিবেদন না করিয়৷ ঐ মহাশয়ের নিকটে নিবেদন করিয়াছিলেন। যখন ঐ স্কৃতের বাঙ্গাল ও পশ্চিম দেশ দিয়া অতি প্রাগলভ্য পূর্বক গমন করিলেন,তখন বাঙ্গালার শুবাদার তাহাদিগের প্রতি ঈর্ষাত্তি হইলেন,তাহারদের মানস ইংরাজদিগকে তাহার কৰ্ত্তত্ব হইতে মোচন করবেন তিনি, ইহা জানিয়। ঐ মানস বিফল কৰুিতে প্রতিজ্ঞা করিলেন এবং যদি এক দৈবঘটন ন। ছইত স্তৰে ঐ প্রতিজ্ঞ সফল করিতেন, রাজপুত বংশীয় রাজ। অজিত্ব সিংহ নামক এক হিষ্ণুর কন্যাকে মহারাজ বিবাহ করিতে সন্মত হইলের ঐ কন্যাও দিল্লীতে আনীত হুইল ইতিমধ্যে মহু। রাজের গুরুত্বর পীড়া হইল কোন বৈদের উপশম করতে ন পারতে সুতরাং বিবাহ তৎকালে রহিত হইল, পরে খোজ