পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/১৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( · ) দিগের প্রধান উভয়ে তাহদের তাবমধ্যে ঐ, দুইজন পাঠান সেনাপতিকে লইয়া তাহাদিগের মস্তক্টোপরি সম্ভ মজনক মুকুট অপর্ণ করিলেন, যেৰূপ প্রধান ব্যক্তির অধীন লোকের প্রতি করিয়া থাকেন; পরদিন মীরহবীব সেনাপতিদিগের সহিত সাক্ষাৎ করিতে র্তাহারদিগের আধ সে গমন করিলেন, তাহারা স্বাভাবিক বিনয়ের পরে তাহাকে বলপূর্বক আটক করিলেন। এবং কছিলেন, যে তাহার কেৱল উহার প্রার্থনায় এই দুঃসাধ্য কৰ্ম্মে প্রবৃত্ত হয়েন, এবং যে বিষয় স্বীকার করিয়াছিলেন, তাহা সল্প ন্ন করিয়াছেন, অর্থাৎ শাসনকত্তাকে মারিয়া পাটন। অধিকার করিয়াছেন, এবং তাহার। যুদ্ধক্ষেত্রে আসিয়া যুদ্ধ করিতে প্রস্তুত আছেন, কিন্তু তাহারদের প্রাপ্য এক্ষণে প্রার্থন। করেন, তাছাতে যদি তিনি চত্বারিংশংলক্ষ যুদ্রা নাদেন, তবে তাহারা কদাচ তাহাকে ত্যাগ করবেননা,মীর হবীব নিরুপায় হ ইয়াজনরব করিলেন যে শুবাদারের সৈন্য তাহার হস্তগত অাছে, এই জনরব জন্য গোলযোগ হওয়াতে দুইলক্ষ মুদু মাত্র দানে মোচন প’ষ্টলেন, উভয় পক্ষে এইৰূপ বিবাদ শুবাদারের শুভদায়ক হইল, কারণ ঐ বিবাদ দ্বার পরদিবসীয় যুদ্ধে ঐ উভয় সৈন্যের ঐক্য হইল না, ঐ যুদ্ধে শুবাদার সমূর্ণৰূপে জয়ী হইলেন, এবং ঐ উভয় বিরোহির মারাপড়িলেন, ও তাছাদের মস্তক ছিন্ন হুইয়া শুবাদারের হস্তি পাদে বদ্ধ হইল । ইহা যথার্থ বটে, যে ঐ যুদ্ধকালে সমুদায় মহারাষ্টীয়ের বাঙ্গলি শৈল্যের বাম পাশ্বে“অগ্রসর হইল কিন্তু যখন সকল বিপক্ষ সৈনের বিদ্যুেৎকার দিমের প্রতি আক্রমণ করিল, তখন তাহার এক খাড়ী মধ্যে রহিল, মীরহৰীব শুবাদারের জয় দেখিয়kকোন জাম্বাস্ত না করিয়া যুদ্ধ স্থান হইতে পলায়ন করিলেন, অনন্তর আলিবন্ধি/শজ বিজয় পূর্বক পাটনায় প্রবেশ করিয়া রিপুদিগেরদ্বারা যে কন্যা ওদৌহিন্ত্রের রুদ্ধছিলেন,