পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/১৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১২২ ) মধ্যে উড়িষ্ঠ স্থিত মহী ইয়ের ও মীরঙ্কবীব তাঁহার বিপদ সময় শুনিয়া পুনর্বার বঙ্গ ; আক্রমণ করিতে উদ্যোগ করি লেন, অতএব উত্তমৰূপ সুস্থ হইবার পূর্বেই আলিবর্দিকে সসৈন্যে মেদিনীপুৰে যাত্র করিতে হইল, তথায় তিনি মহারা&ীয়দিগের সহিত যুদ্ধ করিয়া সমূর্ণকপে পরঞ্জিত করিয়। উড়িষ্ঠা পর্যন্ত তাহারদের অম্বেষণার্থে চলিলেন, কিন্তু তাঞ্জার। মম্বাই তাঙ্কার হস্ত হইতে মুক্ত হইত, একারণ সসৈন্যে মূরসি দtশ{ » প্রত্যাগমন করিলেন । to * যুদ্ধশ্রমে সুভয় পক্ষেই কুস্তি হইল, ঐ দশবৎসর পর্যন্ত যুদ্ধের মধ্য প্রথম বার ভিন্ন সকল বারেই শুবাদার বিজয়; হইয়াছি, শন, কিন্তু তথাপি মহারাষ্টীয়ের এদেশের যে দুরবস্তু। করিয়াছিলেন, তাহ দেখিতে অসহিষ্ণ হইলেন, তাহারদের উপদ্রোহ দ্বার রাজস্বের এমত হানি হইয় ছিল যে তিনি তাহার রাজত্বের প্রথমাবধি দিল্লীতে এক মুদ্র প্রেরণ করিতে পারেন নাই, মহারাষ্টীয়েরা ভাগীরথীর পশ্চিম কটক হইতে রাজমহল পৰ্য্যস্ত মলুদায় দেশ প্রতিবৎসর লুঠ করিতেন, সকল গ্রামে অগ্নি প্রদান করিতেন, প্রজাদিগকে মারিতেন, ও শস্য সকল নষ্ট করিত্নেম, অতএব প্রজাদিগের দুঃখ যৎপরোনাস্তি এমত হয়। ছিল, একারণ তাহর; শুবাদারের নিকটে অসিয়া কহিলেন: যে যদি তিনি উiহারদিগের বার্ষিক শস্যনাশ নিবারণ করেন: তবে উহুরে নিয়মিত রাফু হইতে অধিক দিতে স্বীকার করেন, আলিবদি প্রজাদিগের ও আপনার শোক নিবারণাথে ইচ্ছক হইলেন তৎকালে তিনি পঞ্চমপ্তর্তি বর্ষবয়স্ক ছিলেন, ও অতি পূদ্র পরিশ্রমস্বাক্ষীণ হইয়াছিলেন, এবং দশবৎসর যুদ্ধ কর লেন, অতঃপরে মরণে পূর্বে রাজ্যের নিয়ম করিতে ইচ্ছ,ৰ হইলেন, এবং মহারাষ্টীয়ের ও মরহুবীব সর্বদা যুদ্ধে পরাজিত হইয় অত্যন্ত কুস্তি হইয়াছিলেন,তাহাঙ্গর নিকটে সন্ধি নিমিত্তে