পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/১৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১৩০ ) সরাজউদৌল। এই ষড়যন্ত্র জানিতে পারিয়৷ তৎক্ষণত নিজসৈন্য সংগ্ৰহ করিয়া পূরণীয়ার প্রতি চলিলেন, ও জ্যেষ্ঠততুপল্লকে ঐ স্করিতে স্থির করিলেন, যখন সৈন্যের রাজমংল পধ্যস্ত নয়। গঙ্গাপার হইবার উদ্যোগ করিতেছিল, তখন সেরাঞ্জ উন্ধেলা কলিকাতার শাসনকৰ্ত্ত ড়েক সাহেবকে যে পথ লখিযাছিলেন, তাহার উত্তর পাইলেন, তাঁহাতে দৃঢ়ৰূপে লিখিত ছিল, যে তিনি শুবীদারের অঞ্জিামতে চলিবেন না, এই উত্তর প্রাপ্তিম তাহুপি অসীমক্রোধ হইল, পরে ইংরাজদিগ কে রাজ্যের মধুকারিদিগের আশ্রয় দান জন্য ও উপহার রাজ্যে ও'হার ক্ষতাবৃক্ষ করিয়াছেন; এজন্য দোষী করিয়! তাহীদের আলোৎপাচল করিতে ভয় দেখাইলেন, এবং তথাকার শিবির ভঙ্গ পর্বক নিমেষ যাত্র বিলম্ব না করিয়া কলিকাতায় যুদ্ধার্থে মাত্র করিতে অজ্ঞা করিলেন, আগমনকালে কাশীশ্বাজারেব কারখান লুঠ করিলেন, এবং যে সকল ইউরোপীয় লোকদিগ-- নক তথায় পাইলেন, তাহাদিগকে কারালয়ে স্থাপন করিলেন । কলিকাতায় ইংরাজের ষষ্টি বর্ষ হইতেও অধিককাল পর্য)স্ত নির্নিরোধে থাকতে মনোযোগের অপতা প্রযুক্ত তাহ। দের দুর্গ নষ্ট হইতে ছিল, তাহার। এমত অীপৎ শূন্য হইয়। ছিলেন, যে ভিত্তির অশীতি স্তমধ্যে গৃহ নিৰ্মাণ করিয়াছি লেন, তৎকালে তাহাদের রক্ষক একশত সপ্ততি মনুষ্য ছিল, তাহার মধ্যে ষষ্টিজন মাত্র ইউরোপীয়। তৃণহীদের বা রুদ পুরাতন ও মধুপ্রায় হইয়াছিল, কামান সকল মলিন হুইয়। ছিল। সেরাজ উদ্দৌলা ঐ নগরের আক্রমণার্থে চত্বরিংশৎ ব৷ পঞ্চাশ সংসু সৈন্যের সহিত ও উত্তম একদল্প গোলেন্দাজের সহিত মাসিতেছিলেন, ইংরাজ্যে। দেখিলেন, যে কোনমতে বাধাদিবার উপায় নাই, একারণ সন্ধি প্রার্থনায় পূনঃ২ পত্র প্রেরণ কবিলেন, এবং অধিক টাকা দিতে স্বীকার করিলেন,