পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/১৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ ፶£ % } & শক্তিমান ইয়াছিলেন, সেরাজ উদোল, মুখে ইংরাজদেগের সহিত বন্ধত প্রকাশ করিয়া বন্সিকে আহ্বান করিতে ছিলেন, কাইব সাহেব তাহার পত্র পথিমধ্যে আটক করিয়াছিলেন, নবীপ ইংরাজদিগদ্বারা অপমান গ্রস্ত হইয়। র্তাহীদের ক্ষম করিতে অশক্ত ছিলেন, তাহার ক্রোধ ক্রমেথ অপরিমিত হইল, তাহার সভাস্তিত ওয় টিস সাহেবক্ষে একদিন আসেধ করিবার ভয় দেখাইলেন,পরদিন ওঁঙ্কাকে সম্ভূমজনক পরিচ্ছদ প্রেরণ করিলেন, এবং একদিন ক্রোপে কুইব সাহেবের পত্র ছিন্ন ক:িলন, পর দিন তাহর নিকট নমুত স্বীকার করিয়া লিখিলেন, এইৰূপে ইংরাজের দেখিলেন, যে যাবৎ ঐ ইচ্ছানুযায়ী মব বসাসঃয় রাজা থাকিপেন, তাবৎ তাছাদের পক্ষে মঙ্গল মাই, স্থিার। আত্মরক্ষার নিমিত্তে কি করি বন, এইৰূপ চিন্ত: যখন নিমগ্ন ছিলেন তখন কতিপয় নবাবের সভাস্থিত অধিকৃত লো কেরার্তাহ। ধের নিবেদন করলেন,যে নবাবের লোভ ও এ রঙ দ্বার উtহদেয় মন তাহা হইতে পৃথক হইয়াছেও তাই দের ধন মান এবং জীবন বিপদ সাগরে মগ্ন হইয়াছে তাহারপূর্ব বৎসর শেকৎজঙ্গ কে সিংহাসনে স্থাপন করিতে ঐকমত্য করিয়াছিলেন, কিন্তু মে জুtশায় নিরাশ হইয়াছেন,তথাপি তাহার বিপদভয় না কfaয় সেরাজউদৌলাকে পদচ্যুত করিতে স্থিরপ্রতিজ্ঞ হইয়। ইংরাজদিগের সাহায্য প্রার্থনায় গুপ্তভাবে লোকগ্রেরণ করলেন ; যেহেতু হিন্দুদিগের বোধ আছে, যে তাহীদের জমিদারের মেরায়উদ্দৌলা হইতে রক্ষার্থে ইংরাজদিগের আহবান করিয়াছিলেন, এইহেতু উচিত বোধে স্থিরতাপূর্বক লিখিতেছি যে বৰ্দ্ধমান মনদ্বীপ রাজসাহি প্রভূতির কোন জমিদারের এই চক্রমধ্যে ছিলেন ন, তাহার। কেবল রাজস্ব আদায় করিতেন, এৰূপ কৰ্ম্ম করিতে কিৰূপে পারেন। এই প্রসঙ্গের প্রধান মহারাজের বণিক অতিপরীক্রান্ত সেটেরা সৈন্য দিগের আঞ্জাদায়ক ও ধনাধিপ মীর