পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/১৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. ( >88 ) জাফর এবং ওমি চাঁদ ও খোজ ওয়াজিদনামক দুইধনী বণিক এই কয়েক লোক ছিলেন,ইহঁরাই সেরাজউদৌলাকে পদচ্যুত করিয়া উৎপদে মীরজাফরকে স্থাপনাথে ইংরাজি সৈন্য আনিতে कूोझेद সাহেবকে অঙ্কিান করেন, এবিষয়ে ইংরাজের। দেখিলেন, সে তাহদের সাহায্য ব্যতিরেকেও পরিবত্ত হইবে; তাহতে সাদ সহায়তা করেন, তবে অবশ্য, কিঞ্চিং লভ্য হইবে, সভাস্থিত প্রয় সকলেই ক্ষীণদৃদ্ধি ঐ ষড়যন্ত্রে যক্ত হইতে সংশয় করিলেন, মাপিক সেনাপতি ওয়াটুমন সাহেবও বিবেচম করলেন, সে এদেশে এপর্যন্ত সে সকল লোকের ক্ষদ্র ধনিক ছিল, তাহার! সে দেশের অধিপতিকে পদচ্যুত করিতে যায়, ইং ও বড় সাহসিক উদ্যোগ বটে, কিন্তু কুইক সাহেবের তা স্তকে রল অতি বলবৎ ও সাহসিক ছিল, এবং বিপণ্ড সময় উপস্থিত হইলে মণ অত্য ; উৎসাহ যুক্ত ट्झेठ । তিনি মুরমিদাবাদ স্থিত ওয়াটস সাহেব দ্বার অপ্রিল মে দুই মমি পর্মস্থ নবাবের আমলাদিগের সহিত ঐ গুপ্ত প্রস্তাব এমত গুপ্ত ভাবে চলাইলেন যে সেরাজউদৌল। একেবারে প্রকৃত মুখস্থ ভিন্ন পূর্বে কদাচ সন্দেহ করেন নাই, দুখন তাহার বোপ g" হইল, তখন মীরজাফরকে আহান করিয়৷ কোরাণস্পশে শপপ করাইলেন, সে তিনি তাহার বিশ্বাসী থাকিবেন, সমুদায় বিষয় প্রস্তুত হইলে ওমিচাঁদ ঐ প্রস্তাব নষ্ট করিতে উদ্যত হইয়াছিলেন, তিনি অতি ধনী ও তথাপি আতিশয় লোভী ছিলেন, যাব স্কন প্রাপ্ত হইবে, তাহার বিংশতিতম ভাগ তাহাকে দিতে স্বীকার করিয়াছিল, কিন্তু তিনি তাঁহাতে সন্তুষ্ট নাহুইয়। একদিবস সায়ং 卒忆研 ওয়াটুদ সাহেবের নিকটে আসিয়া কহিলেন,যে যদি তাহাঁকে ত্রিংশং লম, মুদ্র অধিক দিতে স্বীকার না লিখিয়া দেন, তবে তিনি তৎক্ষণাৎ শুবাদারের নিকটে গিয়া সমুদায় চাতুরী প্রকাশ করিবেন, তাহাতে ওয়াটস সাহেবের ও এতন্মধ্যস্থিত