পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/১৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, ( 38b, ) লেন, অনন্তর উভয়ে একত্র হইয়। মুরসিদাবাদে চলিলেন, এবং মীরজাফর রাজপুরী অধিকার করলেন, পরে মগরের প্রধাণ লোকের ও রঞ্জকীয় অমল রে ; তথায় অমিয়া দরবার আরম্ভ করিলেন, কুইব সাহেব আমন হইতে উঠিয়। মীরজাফরের হস্ত ধরিয়া তাহাকে সিংহাসনে বসাইলেন, এবং বাঙ্গাল বেহার ও উড়িষ্কার নবাব বলিয় অভিবাদন করিলেন, অনন্তর তাহার। অনেক ইউরোপীয় ভদ্রলোক ও কুইর সাহেবের ৮ ও য়ান রামচাদ মুনসী নবকৃষ্ণের সক্তিত ধনাগারে যাষ্ট্রয় , - লেন, স্বর্ণ ও রজতে দুইকেট দ্র। তাইতেও আসি , কালের ইতিহাস লেখকে বলেন, সে উহ। কেবল বহু কোষ ছিল, কিন্তু তথায় অস্তঃপুর মধ্যে যে গুপ্ত ভাণ্ডার ছিল, তাহ छूट्रेद সাহেব না জানিতে পারেন, এই প্রকারে সত্বপূরঞ্চ রক্ষিত ছিল, ঐস্থলে স্বর্ণ রজত ও রত্যুেতে প্রায় অষ্টকোটা মুদ্র ছিল, এবং ঐ ইতিহাস বেভা কহেন, যে মীরজাফর ইমরrবগ খাঁ রামচাঁদ ও নবকৃষ্ণ এই কয়েক জনে ঐ ধন সামঞ্জস্য করিয়া লই লেন, এবং ইহু ও অযথার্থ বোধ হয় ন কারণ রামচাঁদের মাসি ক বেতন তৎকালে ষষ্ট্রিমন্দ্র ছিল, কিন্তু তিনি দশবৎসর পরে এককোট পঞ্চবিংশতিলক্ষ মুদ্র রাপিয়া মরিলেন, তথা নপকৃষ্ণ মুনীর মাসিক বেতন ষষ্টিমুদ্রার অধিক ছিল না তিনি কিঞ্চিৎ পরে রাজা নবকৃষ্ণ হইয়। মাতৃপ্ৰাদ্ধে নয়লক্ষ টাকা ব্যয় করি লেন । অতঃপরে ইংরাজদিগের দুর্ভাগ্য ঘূছিল, ১৭৫৬ শালের জুন মাসে তাঙ্গদের কারখান লুষ্ট হুইল, বাণিজ্য রোধ হইল, এবং অধক্ষের। প্রতাপূর্বক হত হইলেন, ও তাহদের বাঙ্গালীয় স্থিতিরোধ হইল,কিন্তু১৭৫৭ শালের জুনমাসে তাহার। কেবল ঐ কারখানা পুনঃপ্রাপ্ত ইলেন, এমত নহৈ, প্রধান শত্র, সেরাজ উদৌলাকেও পরাভব করিয়া আপনাদের মনোনীত নালি ক’