পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/১৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ t ) তাহার পরিশোধার্থে নিয়ম করিতে কহিলেন, তাহীতে নবাব ইহাকে বৰ্দ্ধমান নবদ্বীপ ও হুগলি এই কয়েক স্থানের রাজস্ব ধার্য, কfরয় দিলেন, এই বিষয়ে অবধারণ হইলে এতদেশীয় ও ইংর:জিসৈন্য ঐকমত্যে পাটনায় চলিল,রামনারায়ণ কুইবের নিকটে আসিয়া কহিলেন, যে যদি ইংরাজের উীহাকে রক্ষা করেন,তবে তিনি ঐ প্রভুরপ্রতি কৃতজ্ঞ থাকিবেন, কুইব তাহার অধীনত গ্রহণ করাইতে নবাবেব সমীপে যথেষ্ট হেতুবাদ করাতে অবশেথে নবাব স্বীকার করিলেন, রামনারায়ণ তৎক্ষণাৎ তীবতে অ} সিয়া মীরজাফরের সন্মান করিয়! স্বপদে দৃঢ়ীকৃত হইলেন; অনন্তর কুইব ও নবাব উভয়ে রায়দুল্ল ভের মতিমুরশিদাবাদে জামি লেন রায় দুৰ্ল্লভ দেখিলেন, যে সবং ইরাজেরা তথায় আছেন, তাবৎ তাহার আত্মরক্ষ আছে । এইৰূপ তাঙ্ক দের কর্মের পরিমাণ হওয়াতে মীরণ আতিশয় ক্রুদ্ধ হইলেন, কারণ উচিার ও তাতার পিতার মানস ছিল, যে পরাক্রান্ত হিন্দু লিগের দমন করিয়া অঁহীদের সম্পত্তি অপহরণ করেন, কিন্তু এই পৃক্ষয় এদ্বিারা তাহীদের শক্তি স্থিরীকৃত হইল, তাহারা উভ য়েই স্কুইবের শক্তিতে অহিত জ্ঞান করিতেন, জাফর নামমাত্রে তিল to rশৰ শুবাদার ছিলেন,কিন্তু মেৰূপ সামর্থ ছিল মীসকল বিষয়ের কৰ্ত্ত কুষ্টির সাহেব ছিলেন, দুই বৎসর পূর্বে ইংলে। ক্ষেপঞ্চম প্রধান লোকদিগকে নবাবের নিকটে উত্তমকথা কহিবার নিমিত্তে ধৰ্মপ্রদান করিভেন, সমুতি তাহদের ইংরাজদেগের উপসম করিতে হইল, মুসলমানের দেখিছেন, যে বিজ্ঞাছন্দু লোকেরা শক্তিহীন নবাবের উপাসনা নকরিয়া কোন প্রার্থণ। করিতে হুইলে কুইসের অনুবন্তী হইতেন, তিনিও এমতবিৰেচন পূর্বক ও পরিমিতকপে ব্যবহার করতেন, যে যাবৎপর্যন্ত তিনি ধ্বনিম্পাদক ছিলেন, তাবৎ কোন বিরোধ ছিল না।