পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/১৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २७०. ) 製 যুক্ত হইলেন, অন স্তর কর্ণেল কালিয়দ ও মীরণ আসিয় পদে২ তাহীর অনুসন্ধান করিতে লাগিলেন । অনস্তর বর্ষাকাল আরম্ভ হইল কিন্তু ইংরাজি সেনাপতি তথাপি ঐ অনুসন্ধান পরিত্যাগ করিলেন না ১৭৬০ গালের ২জুলাই রাত্রিকালে অতিশয় ঝড় বৃষ্টিহইল, মীরণ ঐ সময়ে তাঁবুমধ্যে গণপ শুনিতেছিলেন, ইতি মধ্যে এক বজ্রাঘাতে তিনি ও দুইজন তাহার সহচর মাত্রাপড়ি লেন, এই সুরবস্থায় কালিয়দকে শত্র অনৃেষণ পরিত্যাগ করিয়া পাটনায় আসিতে হইল, পরে তিনি ঋতুপৰ্য্যন্ত তথায়সৈন্য দিগের আবাৰা করিলেন । মীরণ অতিশয় দুরাচারী তথাপি তাহার পিতার রাজত্বের প্রধান অবলম্বন ছিলেন, তৎকালীন মুসলমান ইতিহাস লেখ বের কহেন, নে ঐ দুর্বল ও সুভোগী বৃদ্ধের যে যৎকিঞ্চিৎ বিবে চ” ছিল; তাহাও নষ্ট হইল, রাজকীয় কৰ্ম্মের নেন নিয়ম, দি "সৈনের পূর্বপ্রাপ্য বেতনাথে রাজপুরীর চতুৰ্দির * গরব করিতে লাগিল, মীরকস্মিম নাম নবাবের ক্রমত বহি ভূত হইয়া নিজধন দ্বারা তাহদের সন্তোষ করিতে প্রতিজ্ঞ করিলেন, পরে ইংরাজ দিগের বহুব্যয় সাপ্য যুদ্ধ উপস্থিত হই ল, কিন্তু কিঞ্চিত্মাত্র ও ধন রহিল মা, যে অধিক ধন তাহীর অচিস্তনীয়ৰূপে পাইলেন, তাহ ও বিন বিবেচনায় ব্যয় হইল, তাহারা তখন নবাবের নিকটে আবেদন করিলেন, কিন্তু তাহার কৃেষি শূন্য হইয়া ছিল, সুতরাং উহুদের পূর্ণকরণের অবশ্যক হইল, ইহা স্পষ্ট বোধ হইতে লাগিল, যে ঐৰূপ অবস্থা বহুকাল থাকিবে না, নবুব মারকসুশিমকে দৌত্যকৰ্ম্ম করিতে কলিকাতায় পাঠাইয়াছিলেন, কোম্পানির তৎকালের প্রধান ত্বাধ্যক্ষ বনশিটাট সাহেব ও হষ্টিংস সাহেব তাহার বুদ্ধি বিশেষৰূপে জানি লেন, দ্বিতীয়বার দৌত্য কর্মের আবশ্যক্ত হওয়াতে মরুকসৃদিম পুনঃপ্রেরিত হইলেন, তাহতে শাসনকৰ্ত্ত সাহেবের স্থিদুধ