পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/১৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( , ; , , ) - ৷৷ ত্ৰয়ে দশ অধ্য য় । ইংরেদিগের ইচ্ছানুসারে ১৭৬, শালের ৪মার্চ মীরকামিন বেহার ও বাঙ্গালাদেশের শুবাদার হইলেন, ইহার কৃতজ্ঞতা স্বৰূপে কোল্প নিকে বদ্ধমান দেশ দিলেন, এবং কলিকতার সভাপতিদিগকে বিংশতি লক্ষমুদ্র দিলেন, ও তাহীর ঐ ধন পরম্পর বণ্টন করিয়া লইলেন । মীরকস্সিম অতি শক্তিমান ও বুদ্ধিমান ছিলেন, তিনি রাজ্য প্রাপ্তিমত্রে ইংরাজদিগকে মীরজাফরের সৈন্যদিগকে ও নিজভৃত্যদিগকে যেধন দিতে স্বীকার করিয়া ছিলেন, প্রথমে উত্তমকপে তাহীর গণনা করিয়া পরে পরিশোধাণে উপায় করিলেন, রাজসভার ব্যয়লাঘব করিলেন, এবং মীরজাফরের রাজ্যকীলে অালম্য প্রযুক্ত আমলার হে অধিকধন লইয়া ছিলেন, যত্বপূৰ্ব্বক তাহার হিসাব দেখিয়! ফিরিয়া লইলেন, তিনি জমিদারদিগের পূর্বদেয় আদায় করিয়া সকলস্থানের নূতন মুল্যনিৰূপণ করিলেন, তাহার পূর্বে দুইদশের বার্ষিক রাজস্ব ১৪২৪৫০০০ মুদ্র ছিল, তিনি তাহ হইতে ২৫৬২৪০০০ মুদ্রা করিলেন, তৎকালে প্রজাদিগের এমত অধিক কর অসহ্য হইল, এই উপায়দ্বারা শীঘু ভাণ্ডার পরণ করিয়া দেয়পরিশোধ করিলেন, তাহার নিজ সৈন্যের নিয়মমতে বেতন পাইয়ী আজ্ঞাবঞ্জী রহিল, তিনি ইংরাজদেগের দ্বারা শক্তিপ্রাপ্ত হইয়াছিলেন, তথাপি তাহদের অধীনতা মৌচমার্থে বিলক্ষণ যত্ব করিলেন, কারণ তিনি জানিতেন, যে যদ্যপিও সর্বসাধারণে র্তাহাকে নবাব বলিয়। স্বীকার করিয়াছেন, তথাপি সে সকল লোক উtহাকে পদস্থিত করেন, এদেশে তাহারাই शैशौ** নবাবের শক্তি এবং ঐশ্বয পাইয়াছেন, তিনি কলিকত|স্থিতসভার অধীনতা মোচনে কেবল বলব্যতিরেকে অন্য উপায় নদেখিয়া সৈন্য বৃদ্ধিতে মনোযোগ করিলেন, তিনি অকৰ্ম্মণ্য সেস্থাদিগের বহিস্কৃত করিয়। অপর সৈন্যদিগকে ইংরাজি রীতালু