পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/১৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ; 8% ) থ'মায় উভয় পক্ষে অসিলেন, তথায় একক্ষণিক সিংহাসন প্রস্তুত হইল, তদুপরি ঐ ডিমরবংশীয় স্বরাজ্যে পলায়িত হিন্দু স্থানে মহারাজবন্সিলেন, মীরকসলিম স্বাভাবিক পূজা পূর্বক তথ য় প্রবেশ করিলেন, মহারাজ তাঁহাকে বাঙ্গালী বেহার ও উড়িযার শুবাদারীতে স্থাপিত করিলেন, তিনি ও করম্বকাপ চতুবিং শতি লক্ষ মুদ্র বর্ষে ২ দিতে স্বীকার করিলেন অনন্তর মহারাজ দিল্লীতে যাত্র। করিলেন, কাণক সাহেব কৰ্ম্মনশার তীর পর্যাস্ত তাহার সহচর থাকিলেন, তথায় বিদায় কালে মহারাজ কহিলেন, যে ইংরাজদিগের যখন ইচ্ছা হইবে, তখনি তিনি এই তিন দেশের দেওয়ানী তাঁহাদের দিবেন । এখানেইই বলা উচিত হয়, যে ১৭৫৫ শীলে যদ্যপি ও উড়িষ্যা মহারাষ্ট্রীয় দিগের দত্ত হওয়াতে অন্যান্য দেশহইতে পৃথক হইয়াছিল,তথাপি সবর্ণরেখানদীর উত্তরভাগে এতদেশীয় নবাবের অধীন থাকতে উড়িষ্য। নামে বিদিত ছিল । কম্‌সিমঅলি সমুদায় জমিদারদিগের মন্ত্রণৰূপে অধীন করিলেন, কিন্তু পাটনার শাসনকৰ্ত্তা রামনারায়ণের কিছুই করিতে পারেন নাই, তিনি অতিশয় ধনিৰূপে বিখ্যtত ছিলেন,কিন্তু যখ। ইংরাজদিগের দ্বারা রক্ষিত ছিলেন, তিনি তিন বৎসর পর্যস্ত হিসাব পরিষ্কার করেন নাই, কারণ ঐ সময়ে যুদ্ধাৰ্থ সৈন্যদ্বারা বৈহারের অনেক ক্ষতি হইয়াছিল, নবাব কছিলেন, যে যাবৎ রমে নারায়ণ দেয় পরিশোধ না করেন, তাবৎ ইংরাজদিগের প্রাপ্য দিতে পরিবেন না, তাহীতে কলিকাতাস্থিত সভায় দুই অংশ হইল, এক অংশ মীরকস্সিমের বিপক্ষ হইল, ওয়েপক্ষে শাসন ৰূর্তা বনশিটীট সাহেব ছিলেন, সেপক্ষ তাহার সপক্ষ হুইল, পরে বনশিটাট সাহেবের পক্ষ প্রবল হওয়াতে পাটনাস্থিত রামনারায়ণের রক্ষক ইংরাজি সৈন্য দিগের আহ্বান হইল, রামনারায়ণের সুতরাংশুবাদারের দয়tথ্যতিরিক্তউপায় রহিল নী,