পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/১৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o ( So, tr. ) ধন দিতেন, ঐ পারিতোষিকের নাম ছিল, দ্বিগুণ বাট সৈন্যের এমত অধিককালপয্যন্ত ঐ পারিতোধিক পাইয়াছিল,যে পরে চিরকালের . নাৰ্য্যপ্রাপ্য বোধ করিল কুইব দেখিলেন যে সৈন্যদিগের ব্যয়লাঘব নাহইলে কোন মতে রাজস্ব উদ্বত্ত হইবে না, এবং জানিতেন যে ঐ লাঘবের কল্পনায় প্রচণ্ডৰূপে বাধ হইবে, কিন্তু তিনি এমত দৃঢ়চিত্ত ছিলেনঞ্জ একেবারে দ্বিগুণ বাটারোধের অজ্ঞা দিলেন, ইহাতে সেনাপতিদের অতিশয় অপকার হওয়াতে ভাঁহার কহিলেন, যে তাহীদের বাহুবলদ্বার দেশের জল্প হইয়াছে, অতএব তাহীদের উপকার করা উচিত, হুয়, কিন্তু তাহাতে কুইবের মানস ফিরিল না, fতনি উহাদের বেতনবৃদ্ধি করিতে প্রস্তুত ছিলেন, তথাপি সৈন্যের ব্যয় লাঘব করিতে দৃঢ়প্রতিজ্ঞ হইলেন, অনন্তর সেনাপতিরা তাহার্কে আপনাদের ইচ্ছায় অধীন করিতে ষড়যন্ত্র. করলেন, তাহার গুঙ্গভাবে পরস্পর সংবাদ করিয়া একদিনে কৰ্ম্ম পরিত্যাগ করিতে স্থির করিলেন, কুইব সাহেব প্রধান cসনাপতিদের কৰ্ম্ম পরিত্যাগ শুনিয়। অতি বিপদ গ্রস্ত হইলেন, সমুদায় সৈন্যদিগের ঐকমত্যসন্দেহকরিয়৷ নানাপ্রকার বিপত্তির সম্ভাবনা করিলেন, উস্থিার বয়সে এমত কঠিন বিষয় কদাচ ঘটে নাই, মহারাষ্ট্ৰীয়ের ধুনর্বার দেশ আক্রমণ করিতে উদ্যোগ করলেন, এবং সৈন্যের অধিপতিশূন্য হইল, কিন্তু কুইব স্বাভাবিক শক্তি প্রকাশ করিয়া মাদ্রাজ স্থিত সেনাপতি দিগের অসিতে আজ্ঞা করিলেন, এবং যে সকল সৈন্যাধ্যক্ষের অন্যান্যতুল্য বিদ্রোহী ছিলেন না, তাছাদের পুনর্বার ফিরাইলেন, প্রধান ষড়যন্ত্রকারিদিগের পদচ্যুতিপূর্বক আটক করিয়৷ ইংলণ্ডে পঠাইলেন, এই কঠিনব্যবহারদ্বারা সৈন্যদিগের পুনস্বার অধীন করিয়া ও রাজ্যের বহুকালীবধ বিপদ দূর করিলেন ।