পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাঙ্গালা ইতিহাস। প্রথম পরিচ্ছেদ । হিন্দুরাজ্য। ভারতবর্ষের যে প্রদেশ বাঙ্গালাভাষা লিখনে ও কথনে চলিত আছে তাহাকে বাঙ্গাল দেশ বলা যায়, ইহার দক্ষিণে সমুদ্র উত্তরে এবং পূৰ্ব্বে অনেক পৰ্বত ও বন আছে,আর পশ্চিমপ্রদেশে হিন্দু ধৰ্ম্মবহিস্কৃত অনেক বন্য ও পৰ্বতীয় জাতির। বাস করি তেছে ইহাতে প্রায় তিন কোটি মনুপ্ত আছে। বাঙ্গাল_দেশের প্রাচীন ইতিহাস অত্যন্ত দুজ্ঞেয় এবং এ স্থানে কোকিলে হিন্দুধর্ম শিক্ষা করিতে আরম্ভ হয় তাহ। জামরা স্থিরবলিতে পারি ল.কিন্তু ইহা বোধ হইতেছে যে অতি পূর্বকালে এস্থানে হিন্দু ছিল না কেবল পশ্চিমদেশস্থ পৰ্বতীয় জাতির ন্যায় একজাতি বসতি ক্ষরিত । মুসলমানের যেৰূপে এত দেশে আসিয়া মহম্মদীয় ধর্মপ্রচার করিয়াছেন সেই ৰূপে বুদ্ধি ণের এতদেশে গমন করিয়া হিন্দুধৰ্ম্ম প্রকাশ করিয়াছেন। এবং এইক্ষণে চলিত যে ৰাঙ্গালাভাষী.তাহ। কোন সময়ে আরম্ভ হয় ইহা স্থির বলিতে পারি না । অপর ঐ ভাষার মধ্যে সংস্কৃত ও আরবীয় ও পারলীক ভিন্ন অনেক কথা পাওয়া যায়, অতএব