পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

I 3. ীেয় ছুইতেছে যে ইহার আদিভূত কেন ভাষা প্রাচীনের ব্যর &হার কfরতেন, কিন্তু এইক্ষণে তাহ নষ্ট হইয়াছে এবং বৰ্ত্তমান বাঙ্গীলা অক্ষ প্রায় লাগরের তুহু কেবল কোন স্থলে আকু তির কিঞ্চিৎ বৈ লক্ষণ অাছে। - cন খ ম যে বাঙ্গালার মথো গৌড় অতি প্রাচীন নগর ছিল, এবং কেহ কছেন যে ঐ নগর দুই সহসু পঞ্চশত বৎসরের পূর্বে নিৰ্ম্মিত হইয়াছে, এইহেক্ত সমুদায় দেশকে কখন২ গৌড় বল যায়। ঐ গৌড়নগর বাঙ্গালার উত্তরাংশে আছে, বঙ্গ লার পুর্বদেশে সুবর্ণ গ্রাম অথবা সোণার গ নামক যে স্থান তাহাতে rাজধানী ছিল, ঐ গ্রাম অtধুনিক ঢাকা শহর হইতে চারি ক্রোশ দুরে আছে, অনেক কালাবধি বাঙ্গালার ঐ অংশ উত্তম কাপাস বস্ত্র নিমিত্ত্বে খ্যাত আছে। অষ্টাদশ শত বৎসরের অধিক হইল ইউরোপের মধ্য দিয়া গিয় তাহার প্রান্ত রোম নামক মহানগরে ঐ সকল বস্তু নীত হইত এবং রোমামের ঐ বস্ত্র বহুমূল্যবপে কলপিত করিত,ও তাহার নাম তাহার কাপাস কfহত, বাঙ্গালা ভাষায় যাঙ্গাকে তুলা বলা যায়, এবং ইহাও সপ্রমাণ বোধ হই তেছে যে এই বাণিজ্যে মধুক্ত নৌকা সকল ঐবস্ত্র ক্রয়ের নিমিত্ত মহানদ উত্তীর্ণ হইয়। সোণার গাতে গমন করিত। বঙ্গাল দেশের পশ্চিমস্থ হুগলির অস্তিানী উত্তরাংশে প্রধান নগর সাত গ ছিল, রোমানেরা ইহাজনিত, এবং পুর। শেতেও সপ্তগ্রাম নামে নির্দেশ আছে, এবং ঐ স্থলেই সামুদ্রিক বাণিজ্যদ্রব্য অনীিত হইত, সম্প্রতি গৌড় ও সোণার গা ও সাতগাঁ এই তিন নগর সম্পূৰ্ণৰূপে নষ্ট হইয়াছে। পঞ্চদশ শত বৎসর পূর্বে বাঙ্গালী দেশে মগধনীমক মহা রাজ্যের এক অংশ ছিল, ঐ রাজ্য সম্প্রতি দক্ষিণ বেহার নামে খ্যাত অাছে ঐ মহারাজ্যের রাজধানী বোধ হয় পালিবগু অথবা পাটলিপুত্র ছিল, যাহাকে কেহ২ পাটন বোধ করেন। মগধরাজ্য