পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/২৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ९५८ ] দারের বর্ষে ষষ্টি বা সপ্ততি সহসু মুদ্রা পাইতেন; এবং দেশের নায়েব দেওয়ানের বর্ষে নয়লঙ্কটীক বেতনছিল, কিন্তু১৭৯৩ শীলে প্রধানপদস্থিত এদেশীয় লোকের মাসিক বেতন শতমুদ্র। র অধিক রহিল না, সে যাহা হউক তথাপি লাউ কর্ণওয়ালিসের ব্যবস্থা দেশের সর্বত্র প্রিয় বোধ হইল, তিনিই কেবল রাজসভার স্থিরতা করিলেন, ও চিরন্তন চুক্তিদার এদেশীয় লোকের মনোভীষ্ট সিদ্ধি করিলেন, প্রজার। যে তাহর প্রতি কুতজ্ঞতা প্রকাশ করিয়াছিলেন, সে তাহর দয়া ও বুদ্ধির উপযুক্ত বটে কোর্ট আবডিরেকটরের তাহার গুণবোধপ্রকাশাথে ইংলণ্ডে ভারতবর্ষগৃহুনামক যে বাটী আছে তাহাতে তাহার প্রতিমূৰ্ত্তি স্থাপন করিতে আজ্ঞা করিলেন, এবং তিনি যে দিবস ভারতবর্ষ হইতে যাত্র। করিলেন, তদবধি বিংশতিবৎসরপর্যন্ত তাহাকে ৫০০০০ মুদ্র বাষিক বৃত্তি দিয়াছিলেন। ২৮ অক্টোবর সরঞ্জন বোব বুড়সাহেবের কর্মে প্রবৃত্ত इझेলেন, তিনি বাল্যকালে ভারতবর্ষে সভ্যকৰ্ম্মে অসিয়া অবিলম্বে উত্তমবুদ্ধি ও বিবেচনাত্বারা খ্যাত হইলেন, তিনি দশবার্ষিক চুক্তিকালে এদেশীয় রাজস্ববিষয়ে ঐ সৰ্ববিদিত বৃত্তাস্ত লিখিয়াছিলেন পরে ইংলণ্ডের প্রধান মন্ত্ৰী পিটসাহেবের সম্মুখে ঐ লিখন প্রেরিত হওয়াতে তিনি লেখকের বুদ্ধিমত্তা ও পারগত। দ্বার। এমত চমৎকৃত হইলেন যে কোট অবিডিরেক্টরদিগের সভাস্থহইতে আহ্বান করিয়া তথায় লাডকর্ণওয়ালিসের অমস্তর বোরসাহেবকে তৎকর্মে নিযুক্ত করিতে স্থির করি লেন, এবং তৎক্ষণাৎ তাহাকে বেরোনেট উপাধিদ্বারা সম্বুস্তি করিলেন, তাহার পদপ্রাপ্তির পরবৎসরে ঐ অপক্ষপাতি বিচারকত্ত্ব এবং প্রসিদ্ধ পণ্ডিত সরউলিয়মজোনস সপ্তচত্বারিংশংবর্ম বয়সে প্রাণ ত্যাগ করিলেন, তিনি সরজানুষোরের পরমাত্মীয় ছিলেন, অত এব বোরসাহেব তাহার জীবনের বৃত্তাস্ত সংগ্রহ করলেন।