পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

' [ s ] সঞ্জয়, কারণ কান্যকুক্তরাজ্য হইতে আদিশূর পঞ্চবুদ্ধ? হা নিয়ন করেন, ঐ বুহ্মণদিগের সস্তানেরা যখন নানাস্থানে বিস্তৃত হই লেন, তখন বল্লালসেন তাহাদিগের ধারামতে শ্রেণীও কৌলীন্য স্থাপিত করিলেন, একব্যক্তির রাজ্যকালের মধ্যে লুক্ষিণদিগের এমত অধিকবংশ কিপ্রকারে হইতে পারে, অতএব আমর স্থির করিতে পারি যে আদিশূর বল্লালসেনের পিতা নহেন, কিন্তু কোন পূৰ্বপুরুষ ছিলেন, এবং বিজয়সেন বল্লালসেনের পিতা ও ঐ রাজবংশের আদিপুরুষ ছিলেন । 鄭 এবিষয়ে এক মিথ্য জনশ্রুতি আছে যে বৃহ্মপুত্র নদ বুক্ষণের ৰূপ ধারণ করিয়া বল্লীলসেনের জন্ম দিয়াছিলেন,বাঙ্গালি রাজার মধ্যে বল্লালসেন অতি পরাক্রমশালী হইয়া পঞ্চাশত বৎসর রাজত্ব করিয়াছিলেন, তিনি সোণারগার নিকট বিক্রমপুরে প্রায় থাকি তেন, এবং কদাচিৎ গৌড় নগরে কার্যবশতঃ স্থিতি করিতেন, ঐ নগরকে সকল লোকে রাজধানী জ্ঞান করিতেন, বল্লালসেন বুীক্ষণ ও কায়স্কৃদিগকে নান শ্রেণীতে বিভক্ত করিয়াছেন সে ভাগ অদ্যাপি তাহারদিগের মধ্যে চলিত আছে, তাছার মধ্যে উত্তম ধাৰ্মিকদিগকে তিনি কুলীন করিয়াছেন,কিন্তু ঐ কৌলীন্য মৰ্য্যাদ। তাম্বারদিগের সস্তানাদি ক্রমে রক্ষা করাতে এদেশের অতিশয় দুরবস্থা হইয়াছে কারণ এইক্ষণকার কুলীল মহাশয়দিগের পূৰ্বপুরুষের তুস্ত সম্মান আছে, কিন্তু মেৰূপ গুণ কিছুমাত্র নই, বলালসেনের রাজস্ব সময়ে এদেশ ৫ অংশে বিভক্ত হয়। ১ বরেন্দ্র, যাহার পশ্চিম ভাগে মহানন্দ নদী, দক্ষিণে পঞ্জী মদী, পূর্বাংশে করতোয় নদী,এবং উত্তর ভাগে অন্যরাজ্য আছে। ২ বঙ্গ, করতোয় হইতে বুহ্মপুত্র পর্যন্ত পূর্বভাগে আছে, বাঙ্গালা দেশের রাজধানী বিক্রমপুর নামক স্থান বঙ্গের মধ্যে ঢাকার সমীপে আছে। w ৩ বগ্রীদ্বীপ, অথবা উপদ্বীপ, ঐ দ্বীপ ত্রিকোণভূমি, ইহার