পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| 6 J পশ্চিম ভাগে ভাগীরথী নদী, পৰ্ব দিগে পক্ষ নদী এব° দক্ষিণাংশে সমুদ্র অাছে। *،ي ৪ রাঢ় যাহার উত্তর এবং পূর্বভাগে ভাগুরখী ও পদ্মানদী এরুপ পশ্চিম ও দক্ষিণ ভাগে অন্য রাজ্য অাছে । ৫ মিথিল, যাহার পূর্বভাগে মহানন্দ নদী ও গৌড় দেশ দক্ষিণে ভাগীরথী মদী এবং পশ্চিম ও দক্ষিণ ভাগে অস্তান্ত দেশ 四亿硬1 ইংরাজী ১৯১৬ শ লে বল্লালসেনের রােজ্যািনস্তর তাহাঁর পুল লক্ষ্মণসেন ঐ রাজ্যে অভিষিক্ত হইয়াছিলেন, এবং গৌড়নগরকে উত্তমৰূপে সুশোভিত করিয়ু নিজ নামানুসারে লক্ষ্মণাবতীনাম দিয়াছিলেন তাহার পরে মধুসেন রাজা হইয়াছিলেন, তদনন্তর কেশবসেন সর্বপশ্চাৎ সুষেণ হিন্দ,রা কহেন যে সুযেণের পর তদ্বৎ শীয় আর কেহু রাজা হন নাই কিন্তু মুসলমান জাতীয় ইতিহাস কৰ্ত্তার। নুক্স ও লক্ষ্মণীয় নামক দুই অধিক রাজার বস্তুনা করিয়া ছেন, এবিষয়ে আমরা কিছুই স্থির করিতে পারিলাম না । ইং রাজী ১২০৩শালে যখন মুসলমানের বাঙ্গ লাদেশ আক্রমণ করি লেন, তখন লক্ষ্মণীয় অথবা লক্ষ্মণ নামক রাজার বিচারস্থান নব দ্বীপ ছিল । মুসলমান কৰ্ত্তক বাঙ্গালাদেশের জয়। এই কণে আমরা মুসলমান দিগের জয় বস্তুনা করি। তাহার দিগের অাদি ধৰ্ম্মস্থাপক মহম্মদ অবধি তাহারদের রাজ্ঞ আরম্ভ হয়, ঐ মহম্মদ ইংরাজী ৬৪৪ শালে লোকন্তরগত হয়েন, তাহ। র মরণের কিঞ্চিৎকাল পরে মুসলমানের ইউরোপ ও আসিয়৷ এবং আফুিকার অনেক রাজ্য জয় করিয়ছিলেন, এবং তৎকালে পৃথিবীর মধ্যে অতিশয় পরীক্রমশালী হইয়াছিলেন, ইংরাজী শালের ১০০০ বৎসরের পূর্ষে তাহার। সিন্ধুনদীর পশ্চিম সমস্ত