পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বার হইল। মন্ত্রীকের মরণানন্তর বাঙ্গালী শাসন করিতে দিল্লী হইতে জেলাল নিযুক্ত হইলেন । যখন জেলল কতিপয় স্বাধীন হিন্দুরাজাfদগের জয় করিতে ব্যগ্র ছিলেন তখন করার শাসনকৰ্ত্ত। আসিয়। গেীত নগর লু) ও অধিকার করিলেন ' এবং জেলাল ফুদ্ধে বিনষ্ট হওয়াতে তাহীর শত্রই দিল্লীতে অনেক উপঢৌকন পঠাইয়। বাঙ্গ লোর শুবাদ র হইলেন । ১২৭৭ সালে অদীনতগরল এদেশের শাসনকৰ্ত্ত হইয়া ত্রিপর দেশ অতিক্রমণ করিয়। অনেক ধন ও এক শত হস্তী লুয় কfরয়। অনিলেন পরে দিল্লীর মহারাজ নরিয়াছেন এইৰূপ শুনিয়। তিনি তাপনি বাঙ্গালীর রাজ্য হইলেন তৎকালে দিল্লীর মহারাজ অতিবৃদ্ধ কিন্তু জীবদ্দশায় ছিলেন অতএব তিনি ঐ রাজবিদ্রোহি দুচেরিকে জয় করিতে ক্রমে দুই প্রস্তুত সৈন্য পাঠাইলেন তাহতে সমুদায় সৈন্যেরা পরাজিত হওয়াতে মহারাজ অত্যস্তক্রোধাম্বিত হইয়া অধিক সৈন্য সংগ্ৰহ পূর্বক ঐ শুবাদারকে জয় করিতে স্বয়ং যাত্রী করিলেন ੱਿতে তগরল নিজ সৈন্য সল্পত্তির সহিত উড়িষ্যতে পলায়ন করি লেন তাহাতে মন্ত্রীরাজ পশ্চাদগামী হইয় তাহার নিকটে কিছু দিন তাবু ফোলয় রহিলেন এক দিবস মহম্মদসহ নামক অতি সাহসী এক মহারাজের সৈন্যtধ্যক্ষ চল্লিশ জন অশ্ব৷ কঢ়ের সহিত অগ্রলের তাবুমধ্যে প্রবেশ করিয়া বালিন রাজ্যর জয়হউক এই সুনি করিয়া সম্মুখে যাহাকে দেখিলেন তাহাকেই কাটিয়া ফেলিলন কিন্তু ঐ বিদ্রোহি শুবাদার নিক টস্থ নদীতে পলায়ন করাতে মহম্মদ তাহীর অনুবর্তী হইয়। সু্যেতোমধ্যে তাহকে নিমগ্ন করিয়া মস্তকচ্ছেদ করলেন। , তগরলের সৈন্যের প্রভূর মৃত্যু শুনিবামাত্রে সকলে পলায়ন ফরিল । মহারাজ অনেক সম্পত্তি লুঠে পাইয়। গৌড়দেশে আসিলেন এবং ১২৮২ শালে নিজপুল নাজিরউদ্দিনকে বা