পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

•l. 3,3 . ইহুীর পুর্বে উড়িষ্কার রাজার। তাহাদিগের রাজ্যের সীমা বঙ্গাল পর্যন্ত আনিয়া ছিলেন এবং তন্নিমিত্তে উড়িয়ার অক্ষ র করিয়া থাকে যে, তাহীদের রাজ্য একবার ভাগি সুধীর তীরবর্ভি ত্রিবেণী পৰ্য্যস্ত বিস্তুত হইয়াছিল । ১৫৫০ শালে মুকুন্দদেব নামক একজন, তৈলঙ্গী উড়িষ্ঠার সিংহ সনে আকঢ় হইলেম কিন্তু তিনিই ঐ দেশের স্বাধীন রাজর মধ্যে শেষবস্ত্রী ছিলেন এবং তিনি অতিশয় সাক্ষসী ও গুণবান ৰূপে বর্ণিত অন্থেন উiহার রাজ্যের প্রথমবালে স18:ণ" লেকের উপকার জনক কৰ্ম্ম অথবা কাল্পনিক ধৰ্ম্ম স্থা": অন্যান্য অট্টালিকার মধ্যে তিনি ত্রিবেণী তীর্থে এক মন্দির ও এক ঘাট নির্মাণ করেন ঐ স্থান তাহার রাতের উত্তর সীমা ছিল। বাঙ্গালার রাজা সলিমান উড়িষ্ঠ। জয় করিতে প্রতিজ্ঞ ফরিয়া মুকুন্দদেবকে আক্রমণ করিতে এক প্রস্তুতসৈন্য পাঠাইলে ম। কিন্তু তাহার প্রথম উদ্যম নিষ্ফল হওয়াতে কালাপাহাড় নামক তাহার অতি ভয়ানক সৈন্যtধ্যক্ষকে তথায় পঠাই.লন । এতদেশীয় লোকেরা কহেন যে তাহার লৌহময় জয়চক্কার ধূনিতে দেববিগ্রহ দিগের হস্তপদাদি বহুক্রোশ দূরে বিক্ষিপ্ত ইইয়াছিল । তিনি কুক্ষণের কুলে সন্মিয়াছিলেন কিন্তু গৌড় নখরের কোন যবন রাজের কন্য। তাঁহার প্রতি কামাত্তর হওয়াতে তিনি মুসলমান হুইয়। ঐ কন্যাকে বিবাহ কৰিলেন এবং তৎপরে ইতিহাসে বর্ণিত নিষ্টর যেসকল হিন্দুদিগের জগকারি ব্যক্তিরা ছিল তাহাদিগের মধ্যে তিনি প্রধান হই লেন। তিনি নিজ প্রভুর কারণ এক প্রস্থত পাঠান অশ্বাৰা গৈম্যের সঞ্ছিত উড়িষ্ঠা প্রবেশ করিয়৷ তথাকার রাজাকে পরাজয় করিয়া ঐ দেশের স্বাধীনত একেবারে নষ্ট করিলেন। মুসলমান ইতিহাসলেখক দিগের মতে ইং ১৭৬৮ শীলে হয় কিন্তু উড়িষ্ঠার লিখনানুসারে ১৫৫৮ শালে হয় ।